নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। ________________________________ আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।_______________________সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

কইরে দিন

১৪ ই জুলাই, ২০১৯ রাত ২:০৮


কইরে আমার সোনার বালক কই চঞ্চল মুখ,
কইরে আমার উঠুন মারাট ফসল ঝরার সুখ।
কইরে মায়ের মাটির পাতিল কই রাঁধিত সালুন।
চুলার পাশের টগবি আচার ছিক্কা টানা ঝলন ।


আয়রে আমার মায়ের বাড়ির কাঠের ঢেকির শ্বলা,
ধান ভাঙানোর গোড়ায় মাথার ক্ষত ধরিতই তলা।
কইরে মাটির চুলার পাশের কইরে হাঁতার ছালা,
কইরে মায়ের অগ্নী জলায় ধুমটে ঘোলায় খলা।


কইরে আমার কাঠাল গাছের পাখপাখালির মেলা,
কইরে মায়ের খোরাক দুপুর মুটকি চালের গোলা।
কইরে আমার মাটির হাজের চিতল পিঠার গুড়ি,
আয়রে আমার আউশ ধানের ভান্ড চিড়ার মুড়ি।
কইরে আমার সন্ধ্যার বাতি হেরিকেন নিভু জ্বলা,
কইরে আমার মাথার ছাতার রাত্রির পথ চলা।


কইরে কোথায় গরুর জোয়াল কইরে মাথার ঢোঙা,
কইরে আমার গুড় নারিকেল শেষের খাবার মাঙা।
আয়রে মায়ের কুলার ঝারনি আয়রে জালের সুতা,
আয়রে মায়ের দুধের গাভীর দুপুর গড়লে গুতা।


কইরে আমার গরুর গাড়ির দুই চাক্কার ডাক,
কইরে আমার মায়ের পালকি ও বঁধুর অনুরাগ।
কইগেলো মোর ডালের জাতার কইতে রইল পরে,
আয়রে কাকুর হুক্কা টানার রইল কইতে ঘরে।
সাপুড়ের ওই বেলকি বাজির কইরে যাইল দূর,
নাইরে এখন শিশুর মুখের সন্দেশ মধু জুড়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: বাহ খুব সুন্দর কবিতা।

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১১:২০

এম ডি মুসা বলেছেন: পিছনে ফেরলে মনে পড়ার দিন অবশ্য ।

২| ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১১

অর্থনীতিবিদ বলেছেন: আপনার কবিতা পড়ে গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেলো। গরুর জোয়াল, কাঠের ঢেকি এখন বিলুপ্ত প্রায়। তারপরও বাংলার ঐতিহ্য হিসেবে তা বেঁচে থাকবে মানুষের মনে।

১৪ ই জুলাই, ২০১৯ রাত ১১:০৫

এম ডি মুসা বলেছেন: যথারীতি ভালো লাগছে, আপনি, এই প্লাটফর্ম
অনেকের পরিচিত। আপনার মন্তব্য নিশ্চয়ই একটু ভালো লাগার
পাশে পাব ইনশাল্লাহ

৩| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:২১

নীল আকাশ বলেছেন: ছব্দবৃত্তে লেখা কবিতাটা পড়ে খুব ভাল লাগল। সালন হবে না সালুন হবে?
ধন্যবাদ।

১৪ ই জুলাই, ২০১৯ রাত ১১:০৩

এম ডি মুসা বলেছেন: লেখাটি শব্দ বৃত্তে নয়, আপনার মাত্রা বৃত্তে ৬✝৬✝৬/২ রচিত । প্রিয় আপনার কমেন্টস করছেন খুব ভালো লাগার
আমি ৩ বছর আছি কিন্তু নিয়মিত আসি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.