নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। ________________________________ আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।_______________________সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

টিনের ঘর

২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১১





ঘরের বেড়ায় টিন দিয়েছি প্লট আমার মাটি,
মাথার উপর ঠেকায় আকাশ ঘুমাই শীতল পাটি।
অনেক দিনের পুরান চালা টিন ধরেছে জং
পাল্টে গেছে টিনের আকার পাল্টে গেছে রং।]

বাকি আংশ

মাথার উপর ঘরের চালা ঠেকায় না আর ঝড়,
বদ্ব ঘরে শুয়ে দেখি খুঁটি টা নড়বড়।
চিন্তা আমার মগজ ভরা উপরে দিকে চাই,
ঘরে ভেতর শুয়ে এখন আকাশ দেখতে পাই।
কে একজনে ঠাট্টা করে হাসি মুখে বলে,
ঘরের ভেতর ফুটো চালায় খোদার দেখা মেলে।
বর্ষা এলো ঘনিয়ে সাড়া বৃষ্টি এলো তুমুল,
টিনের চালার ছিদ্র জলে ভিজিয়ে করল উশুল।
এমনি করে কাটল বর্ষা গায়ের উপর দিয়ে,
তাই বলেকি দোষটা চালের পচা টিন লাগিয়ে।
বিচার দিলাম টিনের আরদ হলো কেনো এমন,
টাকা যেমন পণ্য মালের গন্ধ ছড়ায় পবন।
শীতের দিনের ভাবছি বুঝি বৃষ্টির ঝরা নাই,
শীতল পাটি রক্ত থামায় শুইতে পারি নাই।
টিনের বেড়া তল দিয়ে আর আসে দেখি হিল,
ঘরে আমার অশাক পোশাক টান রয়েছে খিল।


একই বিষয়ে আরো কিছু কবিতা

এই যে সাহেব কেমন আছেন? কেমন আছে প্রতিবেশী।
এই যে শীতের কাঁথার দায়ে নিভে গেছে মুখের হাসি।
একবার ভাবুন এই সমাজের ওদের একই রক্ত মাংস,
ওরাওত আদম জাতি খুঁজে দেখুন আপনার বংশ।


কিশলয়ে একটি
লেপ কাঁথার দায় নিভে গিছে খালি দেহে মুখের হাসি,
উঠবি কখন অসহ্যতে কাঁপছে কতো পথবাসি





ঘরের বেড়ায় টিন দিয়েছি প্লট আমার মাটি, মাথার উপর ঠেকায় আকাশ ঘুমাই শীতল পাটি। অনেক দিনের পুরান চালা টিন ধরেছে জং পাল্টে গেছে টিনের আকার পাল্টে গেছে রং।]

মাথার উপর ঘরের চালা ঠেকায় না আর ঝড়,
বদ্ব ঘরে শুয়ে দেখি খুঁটি টা নড়বড়।
চিন্তা আমার মগজ ভরা উপরে দিকে চাই,
ঘরে ভেতর শুয়ে এখন আকাশ দেখতে পাই।
কে একজনে ঠাট্টা করে হাসি মুখে বলে,
ঘরের ভেতর ফুটো চালায় খোদার দেখা মেলে।
বর্ষা এলো ঘনিয়ে সাড়া বৃষ্টি এলো তুমুল,
টিনের চালার ছিদ্র জলে ভিজিয়ে করল উশুল।
এমনি করে কাটল বর্ষা গায়ের উপর দিয়ে,
তাই বলেকি দোষটা চালের পচা টিন লাগিয়ে।
বিচার দিলাম টিনের আরদ হলো কেনো এমন,
টাকা যেমন পণ্য মালের গন্ধ ছড়ায় পবন।
শীতের দিনের ভাবছি বুঝি বৃষ্টির ঝরা নাই,
শীতল পাটি রক্ত থামায় শুইতে পারি নাই।
টিনের বেড়া তল দিয়ে আর আসে দেখি হিল,
ঘরে আমার অশাক পোশাক টান রয়েছে খিল।


একই বিষয়ে আরো কিছু কবিতা

এই যে সাহেব কেমন আছেন? কেমন আছে প্রতিবেশী।
এই যে শীতের কাঁথার দায়ে নিভে গেছে মুখের হাসি।
একবার ভাবুন এই সমাজের ওদের একই রক্ত মাংস,
ওরাওত আদম জাতি খুঁজে দেখুন আপনার বংশ।


কিশলয়ে একটি
লেপ কাঁথার দায় নিভে গিছে খালি দেহে মুখের হাসি,
উঠবি কখন অসহ্যতে কাঁপছে কতো পথবাসি

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে অনেক

কিন্তু লিংক না দিয়ে পুরো ছড়া বা কবিতা এখানেই পোস্ট করুন

২| ২২ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: বাহ !!
দারুন আইডিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.