নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

পথিক

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৬


সহজ সরল পথে করিলে ভ্রমণ
জীবনের তৃপ্তি টুকু বোধগম্য হয়,
বিছানায় বালিশটা মাথা ঠাঁই করে
অহং পাখির মতো রহিবে উদয় ।।


নিজেকে অর্থের সাথে পরিচয় করে
প্রতিটি পদক্ষেপের-উদ্দীপক ভাবে,
বুদ্ধিমান বলে তাকে সর্বদর্শী তরে।
প্রত্যেকের প্রিয়জন রটে অবিলম্বে।


সাধুজন কেবা হয় কথার বিচারে,
অভিজাত মনে লয় বন্ধুর খাতিরে
সুখে দুখে পাশে থেকে করায় ঘোষণা
সভ্যতার প্রদীপটি জ্বলে ধীরে ধীরে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৭

এম ডি মুসা বলেছেন: ভালো লাগল , মন্তব্য পেয়ে, ছবি- আপা, আপনার ।।

২| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৮

এম ডি মুসা বলেছেন: ঠিক আছে কয়েকটা ধন্যবাদ ।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সহজ হলেও কঠিন বিষয়।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩০

এম ডি মুসা বলেছেন: সেটা নিয়ে ভাবা দরকার, কঠিন বিষয় । সহজ করার দরকার ।।

৪| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১

নেওয়াজ আলি বলেছেন: দারুণ এক অনুভুতি ,বেশ মনে লাগলো ।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০১

এম ডি মুসা বলেছেন: অনেক ধন্যবাদ , নেওয়াজ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.