নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

উত্তম বন্ধু বই

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৫


হয়তো একটি বই আমাকে বদলে দিবে জীবন,
লাগবে না আর পথ নিশানা ভণ্ডামি আর কৃপণ ।
স্বার্থ বাদি হিংসা নিয়ে আজব মানুষ আজি,
পথের নামে বে পথ দেখায় মানুষ খুবই পাঁজি ।

মিঠা কথায় ভিটা হুদা ভেলকি বাজির ভাব,
নিজকে টানার বুদ্ধি বড় অভিনয়ের বাপ।
সহজ সরল হইলে পরে শয়তানেরই নজর
সুযোগ পাইলে পাছায় লাথি ভেঙে দিবে পাজর।
দরকার যখন মিষ্ট ভাষা তোমার কাছে নাই,
খুঁজতে গেলে পাইবানা আর পাঁজি মানুষ ভাই।
বইয়ের মত জীবন সাথী চলার পথের সাথী,
এমন কিছু নাইত আরই প্রদীপ জ্বলা বাতি।
জীবন পথের শেষের থেকে শুরু করার পথ;
কেউ দেখাবেনা তোমার দিশা বইযে পারে তত।
বইযে পারে অন্ধ ব্যাক্তির চক্ষু করে দান,
মিথ্যা টুকুর পার্থক্য টা বুঝতে করে টান।


সবাই বই কিনুন একুশে বইমেলার শেরা বইটি।

-লেখা কপি করে আপনার পোস্টে করলে! অবশ্য
লেখিত ব্যক্তির নাম ব্যবহার করবেন।
ইতিমধ্যে এমনটা অনেক হয়েছে

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

নেওয়াজ আলি বলেছেন: ভালো থাকুন।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৬

নিভৃতা বলেছেন: আহা! এমন এক সময় ছিল যখন প্রতিদিন বই না পড়লে চোখে ঘুম আসতো না। সেই সময়টাকে খুব মিস করি।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: বই পড়তেই হবে। অন্য কোনো অপশন নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.