নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
রিমঝিম দিনকাল কেটে গেল হায়;
অভিমুখে শীতাতপ গেঁটে গেল গায়।।
ফাল্গুনী কড়া নাড়ে দরজায় দরজায়!
ভোমরার গুনগুন আসবার পরজায়।
কৃষ্ণার জোড়া লালে ভরা ডাল পালা,
দেখবার চাহনিতে খুলে গেল তালা।
গাঁদা ফুল উঠুনের টপছাদ দখলে;
হাসি খুশি ফুলগাছ দেখছেন সকলে।
পাখি গায় বায়ু বায় ফুরফুর ছুতাছে;
কালো ঘেরা মেঘ এসে ভীর করে উতাসে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৪
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: এটা কি ছড়া না কবিতা?
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪২
এম ডি মুসা বলেছেন: এটি যেহেতু শ্বাস টেনে পড়তে হয় এটা কবিতা বলি
অনেক সময় মাত্রা বৃত্ত অক্ষর বৃত্ত ছড়া কবিতা হয়।
আপ তত অনু কবিতা বলি
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫১
নেওয়াজ আলি বলেছেন: মোহিত হলাম ।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক ফুল গন্ধ বাহারে
অনেক রঙ ছুঁয়াতে শুভেচ্ছা রইল