নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

জীবন গড়ো

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৬


এমন একটি ছেলে হবা হাজার ছেলে দেখবে,
তোমার মত আঁকবে ছবি তোমার থেকে শেখবে।

এমন একটি মেয়ে হবা হাজার মেয়ে দেখবে,

তোমার মত আঁকবে ছবি তোমার থেকে শেখবে।
এমন তুমি হয়ো না গো লোকে খারাপ কয়,
লোকে লজ্জার বাহিরেতে যেতে করে ভয়।

এমন একটি মেয়ে হবা মুখে মুখে সুনাম,
তোমার নামে পুষ্প ফোটে তোমার হলো যে নাম।


এমন ছেলে হবা তুমি এমন বাগান গড়,
সেই বাগানে ফুলের সুবাস মুগ্ধ করে আরো।

এমন চড়ন করোনা পা নিজ হারিয়ে যাবে,
মানুষ বড়ো স্বার্থ বাদী ধাক্কাতে জড়াবে।
জীবন বড় কঠিন পথের লড়াই করতে হয়,
বিপদ কালো বন্ধু মিছে পাইবে না সদয়।
এমন একটি জীবন গড়ো বিশ্ব সুনাম করে,
তোমার পথে চলার জন্য নিজে চেষ্টা গড়ে।

ভালো কাজের নিন্দা করার বাজে মানুষ হয়,
মন্দ পথে হয়না কভু জীবন পথের জয়।।
যেই ছেলেটি বিশ্ব বুকে করে যেন জয়
যেই মেয়েটি বিশ্ব বুকে করে যেন জয়।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৩

নেওয়াজ আলি বলেছেন: শুভ কামনা ও ভালোবাসা।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.