নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
দারিদ্র্য নিয়ে কাঁটছে জীবন সংসার
অভাবের নিত্য গাল শুনি আমাদের,
ধন্যাটর কাছে মোরা সামান্য মানুষ
নিচুবংশ গালি শুনি যে নিত্য দিনের।
স্মার্টতা চলা ফেরায় হতাশা দৃষ্টির
মানায় না আমাদের ভঙ্গিমা সক্ষম,
পথের চলার কালে ভীতির সঞ্চয়
আমরা কাঁপি হাঁটুরে চলার অক্ষম ।
ঘুমের ঘরে আমরা দেখি স্বপ্ন বাড়ি
সামান্য টুকু সকলে হাসিতে জড়াই
পরের সুখে আমরা দেখিনি পূষ্টায়
নিজের সন্তুষ্টি মোরা খুশিতে ভরাই।
-মোঃ মুসা
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:১৯
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ সেলিম সাহেব
২| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২০
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ আপু
৩| ২৪ শে জুন, ২০২০ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৪| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৩
বিজন রয় বলেছেন: স্মার্টতা..... হা হা হা ... দারুন তো!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২০
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ আপনাকে
৫| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৪:০৯
ইসিয়াক বলেছেন: সুন্দর
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২০
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০২০ সকাল ১১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: অনেক দিন পর আপনার আগমন শুভেচ্ছা স্বাগতম।