নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
চোখে চোখ রাখা একটু তাকিয়ে থাকা, দুজনের
হয়তো এটাই হৃদয় গভীরে প্রেমের সময়
কত কাছাকাছি থাকা হয় তার তবু যেন মিছে
তার মাঝে যেন লুকিয়ে রয়েছে অনুক্ত তার,
ইচ্ছের হাত আলিঙ্গনের লালসা টুকুর
সেইখানে তার লুকিয়ে রয়েছে হৃদয় পুকুর ।
অনেকটা চোখ সামনেতে রাখা সমুদ্রে মত
অবাক দৃষ্টি তাকিয়ে থাকার একটু সময়
হয়তো দৃষ্টি আড়ালে ডেকেছে দৃষ্টির ক্ষীণ
হয় অবহেলে চাদরে ডেকেছে দৃষ্টির পাতে
কাছের সময় হারিয়ে যাবার দৃষ্টির ক্ষীণ
অনকটা টান লেগেছে হৃদয়ে অশ্রুর ময়ী।
-মোঃ মুসা
২| ২৫ শে জুন, ২০২০ রাত ৮:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৩| ২৫ শে জুন, ২০২০ রাত ৯:২৯
কবীর হুমায়ূন বলেছেন: ভালো লাগা। শুভ কামনা।
৪| ২৫ শে জুন, ২০২০ রাত ১১:৫২
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০২০ রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: সহজ ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।