নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

সবাই মানুষ নয়

০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৭




দশটি পশুর মাঝে কোথায় মানুষ
পাচ্ছি কোথায় অস্তিত্ব নিজের শরীর,
আমারে ঠুকরে খাচ্ছে তাদের ছোবল।
তাদের মাজারে আমি অস্তিত্ব নিবিড়।

সূর্যের আলোকে আমি সমস্ত ধরার
আমার বুকেতে রয়েছে চৈত্রের খরার
মিথ্যে পৃথিবী আমার তাদের গুঞ্জন
মিথ্যে বাঁচার আকুতি পোশাক পরার।

ভিন্ন একটি মানুষ যেন নিজ মত্ত
কিতাবে কোরানে আছি আমি চির সত্য
শক্তি ধরে আমি আছি দুর্বল মানুষ
তাইতো জগতে নাই নাই আধিপত্য।

আমার পৃথিবী বড় বড় সংকটের
শকুনির ছোবলে আমি বিষন্ন চোখের
আমার গায়ের ক্ষত বিশাল আঘাত
আমার আপন লোক আছে সন্দেহের।

শুধু খুঁজেছি মানুষ মানুষের চিত্র
মানুষের সঠিক অস্তি বর্ণমালা রূপ
আমার আচলে আছে নবজাগরণ
বিশ্বস্ত কোথায় আমি দিয়ে আছি ডুব।

পশুদের মধ্যে নেই মানুষের দাম,
নিত্য দিনের ঘটায় মানুষে তুচ্ছতা,
মানুষের কাছে আছে মানুষের দাবি
পশুদের মুখে নেই মানুষে সচ্ছতা।
-মোঃ মুসা

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৪

রাজীব নুর বলেছেন: সমস্যা হলো বদমাশ গুলোও দেখতে মানুষের মতোন।

০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

এম ডি মুসা বলেছেন: বদমাশ গুলো মাঝে মাঝে ভালো ভালো কথা বলে তবে বদমাশ গুলি যদি আসলেই মানুষ হতো তার আবার কোন কোন জায়গায় মানুষ সাজে কারো কাছে ভালো কয় আর স্বার্থের কাছে বলে একদম নরকের চেয়ে খারাপ

২| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


না পড়ে কমেন্ট করলে, মাইন্ড করবেন?

০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪০

এম ডি মুসা বলেছেন: চাঁদগাজী ভাই আমি আপনার প্রতিটি কথার রিয়েক্টরে আমার কাছে মাঝে মাঝে খারাপ লাগে কিন্তু এমন কিছু বলবেন না যেটা মনে আঘাত করে ঠিক আছে আপনার জন্য উন্মুক্ত করা হলো না পড়েও মন্তব্য করতে পারেন আর বাজ পড়লে খারাপ কি পড়তে পারেন আমি কবিতা লিখি আপনি কি জানেন আমি আমি ছন্দের বাইরে কবিতা লিখি না কখনো মাত্রা হিসাব করে লিখি প্রতিটি ওয়ার্ড শব্দ মাত্রা হিসাব করে লিখি আমি তার কথার মাধুর্যতা না থাকতে পারে তবে আমি কবিতা নিয়ম অনুসারে লিখি।

৩| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



মানুষ নিয়ে কবিতার বক্তব্য ফিলোসোফিক্যাল হতে হবে, পেছনে বড় ভাবনা থাকতে হবে, এবং ভাবনাটি সঠিক হতে হবে।

৪| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৮:৪১

ঢুকিচেপা বলেছেন: “ পশুদের মধ্যে নেই মানুষের দাম,”

খুব সুন্দর একটি লাইন।

ভালো হয়েছে কবিতা।

০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:৪১

এম ডি মুসা বলেছেন: Thanks lot. Of

৫| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:১৪

আমি সাজিদ বলেছেন: বেশ

০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:৪১

এম ডি মুসা বলেছেন: Thanks lot of

৬| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


১৮ কোটি জনগণের মাঝে কয় জন মানুষ আছে?

৭| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।

৮| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ১:১৪

নেওয়াজ আলি বলেছেন: ধিক্কার ও ঘৃণা জানাই জানোয়ারদের

৯| ০২ রা অক্টোবর, ২০২০ ভোর ৬:৫২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১৮কোটি মানুষের মধ্যে ১৮ কোটিই মানুষ।গরু,ছাগল,ভেড়া কেউ না।তবে কিছু ভাল মানুষ কিছু খারাপ মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.