নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
জুলুমের অত্যাচার ছুঁয়ে গিয়েছে আকাশ,
মিথ্যার আকাশে আমি পড়েছি চাপায় এখন,
আমার অস্তিত্ব আজ যত হয়েছে বিয়োগ!
মিথ্যার উজ্জ্বল হাসি করে আমায় জখম।
বিশ্বাস হচ্ছে না তার মানুষ ওদের বলে
মিথ্যার পক্ষে এতটা লোক কেনই শামিল
স্বার্থের চুম্বকে মাথা খেয়েছে মস্তিষ্ক কত
মিথ্যার উঁচুর গলা সভ্য করেছে কামিল।
জুলুমের নাই ধর্ম স্রষ্টার অনুক্ত নাই
জুলুমকারীর মুখ কর্মে যেনো মর্মে পাই,
মানুষ সত্যের ঘরে মানুষ অস্তিত্ব পাক
জুলুমকারী যে হোক তাদের বিচার চাই।
আল্লাহ পাক বলেন
অত্যাচারী বা জালিম যতই শক্তিশালী হোক না; তার পরাজয় নিশ্চিত। আল্লাহ বলেন, 'অতএব জালিম সম্প্র্রদায়ের মূল কেটে ফেলা হলো।' [সূরা আল-আনয়াম :৪৫]
ছবি কালের কণ্ঠ
০৯ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২২
এম ডি মুসা বলেছেন: আল্লাহুম্মা আমীন
২| ০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫১
নেওয়াজ আলি বলেছেন: কাঁদছে নারী, কাঁদছে দেশ।
মানব সভ্যতার কোন জায়গায় দাঁড়িয়ে আজ বাংলাদেশ।
চারদিকে শুধু ভয়, আতঙ্ক, কান্না আর সম্ভ্রম রক্ষার আকুতি।
গড়ে প্রতিদিন ধর্ষিত হচ্ছেন ৩ জনেরও বেশি নারী, মানে গোটা একটি পরিবার।
এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রতিবাদ-ধিক্কার।
০৯ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২২
এম ডি মুসা বলেছেন: সত্যি বলছেন ভাই। সাথে সাথে সকল মেয়েদেরকে আমার মা বোন খালা আংটি চাচি সকলকে যেন নিরাপদ থাকার জন্য অনুরোধ করা হল
৩| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: চমৎকার।
১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৮
এম ডি মুসা বলেছেন: বিষয়টি দুঃখের
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাব্বাত ইয়াদা আবী লাহাবিওঁ ওয়াতাব্বা
ধ্বংস হোক আবু লহবের উভয় হাত, আর সে-ও ধ্বংস হোক!