নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বাঘ আর মানুষ

১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৫৩


বাঘের ভয়ে দূরে আছি বনের থেকে দূরে
তাইলে কেন কাঁপছে কেনো থরথরে হার্টবিট,
বাঘের মতো আরো কিছু আছে নাকি কিছু
তাদের ভয়ে কাঁপছে মানুষ কাঁপছে যে এদিক।


আমরা সবে বাক্যে বলি হিংস প্রাণীর জাতে;
বাঘের কোনো নাইরে বিবেক নাইরে মাথায় বুদ্ধি,
বাঘকে বাঘে খায় না বাঘে দেখিনা সংঘাতে।
বাঘ হল তার একটা জাতি জাতের আত্মশুদ্ধি।

বনের কাছে থাকি না তো পাচ্ছি কেন ভয়
তাইলে কভু বাঘের মত অন্য কিছু হয়;
তবু একটা কিছুর ভয়ে আছি সত্যি কথা
বাঘের চেয়ে হিংস্র মানুষ এখন ঘরে রয়।।

এমন কথা নিত্যদিনে অনেক শোনা যায়;
অনেক ঘরে হিংস্রতাকে সমর্থন গড়ায়,
অনেক শান্ত নদীর বুকে আসে ঘূর্ণিঝড়।
মানুষ মানুষ হত্যাকাণ্ডে নিত্যদিন ধরায়।

রচনা ৯/১০/২০

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.