নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মিডিয়ার আড়ালে পুলিশ কী মানুষের বন্ধু হতে পারে না

১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৮

এই দেশের আইন সম্পর্কে আমরা অনেকেই জানি যেখানে পুলিশ মিথ্যাবাদীকে আশ্রয় দেয়।
এই দেশের আইন কতটা নিরাপদ হতে পারে । এদেশের উকিল মিথ্যা মামলা গ্রহণ করে
এই দেশে মানুষের সত্যের দাম কোথায় গেছে। এই দেশে মিথ্যাবাদীর পক্ষে অনেক লোক।
এদেশের মানুষ ভালো আছে কি? পুলিশ বলে আমরা মানুষের নিরাপত্তা দিয়ে থাকি।
কিন্তু পুলিশ যেখানে টিভির সামনে সেখানে পুলিশ নিরাপত্তা মানুষকে দিতে পারে।
যেখানে পুলিশ মিডিয়ার সামনে নাই সেখানে পুলিশ একটু অন্যভাবে চেনা যায়।

এদেশের মানুষ ভালো আছে কি?
আমরা বলি সোনার বাংলাদেশে এই দেশকে 1971 সালে 30 লাখ শহীদের বিনিময়ে
পূর্ব পুরুষেরা পাকিস্তানি রেশ ধরে রাখার জন্য কি স্বাধীন করেছে। স্বাধীনতা পুরস্কার
বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ বি জি বি।, বাংলাদেশ
পুলিশ ছাড়া সকলেই স্বাধীনতা পুরস্কার পেয়েছেন?
আমরা কতটুক ভালো আছি?
এই দেশের দেশের আস্তা যোগ্য নির্ভর সবচেয়ে কাছের মানুষের পাশে থাকে পুলিশ।
যেখানে আইনের শুরু থেকেই সৃষ্টি হয় মিথ্যার পক্ষতা।
সেখানের মানুষ ভালো আছে কি?
জানি আমার এই কথাগুলি অনেক দূরে পৌছাবেনা এমনকি প্রধানমন্ত্রী কাছে না।
এমনকি মুক্তিযোদ্ধা পরিবারের কাছেও পৌঁছাবে না।
এমনকি এদেশের মঙ্গলকামী মানুষের কাছে পৌঁছাবে না।

কোথায় কোথায় আবার পুলিশ মিডিয়ার সামনে গেলে পুলিশ মানুষের উপকার করে এটা বুঝাতে চায়!
আচ্ছা আপনারা মিথ্যা সত্য এদেশকে শান্তি রাখার জন্য লক্ষ লক্ষ কোটি
টাকা পুলিশকে বেতন দিয়ে শুধু শৃঙ্খলা তৈরীর জন্য কাজে লাগান।

পুলিশ কি তাহলে এ সোনার বাংলাদেশের মানুষের শান্তি দিতে পারল না।
সকল পুলিশকে বাংলাদেশ সাধারণ মানুষের বন্ধু হতে পারলো না।

সকল পাখি সারাদিন শেষে নীড় শেষে ঘরে ফিরে।
একটু শান্তির জন্য এই বাংলাদেশের মানুষের ঘরে ফিরে কি শান্তিতে ঘুমাতে পারবে না।
সোনার বাংলাদেশের মানুষ তাহলে শান্তিতে পারবে থাকতে পারবেনা এই দেশে জন্মগ্রহণ করা কি ভুল হইছে সাধারণ মানুষের।

কিছু মিথ্যাবাদী উকিল আর কিছু সংখ্যক পুলিশের জন্য কীর্তি কান্ড গোটা জাতি নিশ্চুপ!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর ও বাস্তবতার কথা বলেছেন মুসা দা স্যালুট জানাই

২| ১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩১

চাঁদগাজী বলেছেন:


আমাদের পুলিশ অনেক দেশে "শান্তি রক্ষা" করতে যায়, নিজ দেশে অশান্তি সৃষ্টি করে।

৩| ১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৪

শাহ আজিজ বলেছেন: গেল ত্রিশ বছরে বিবিধ খাত এবং পুলিশের চাকুরী অবাধ অর্থ আয়ের অন্যতম পথ হওয়াতে লাখ যুবক লাখ টাকা ঘুষের বিনিময়ে একটি পুলিশের চাকুরী চেয়েছে । যারা বড় বিনিয়োগ করে এসেছে তাদের টাকা তো ওঠাতে হবে । এরপর থাকে উপরির কোটি টাকা । এরশাদের সময় ক্যাশিয়ারের পদ চালু হয় । ক্যাশিয়ার সারা শহরের অবৈধ আয়ের ভাগা উঠাত ঘুরে ঘুরে । পরদিন এই টাকা সবার মধ্যে বিলি হত । কানকথা না হয় , সমাজতান্ত্রিক সমানাধিকার , ইসলামিক প্রতিবেশিকে দিয়া খাইও নীতিতে অটল পুলিশ এনিয়ে উচু বাক্য না করে এখনো চলছে সহিসালামতে ।

৪| ১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: এই দেশে কেউ কারো বন্ধু হতে পারে না।

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৯

এম ডি মুসা বলেছেন: ঠিক বলছেন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.