নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

সৈয়দ শামসুল হকের একটি কবিতা

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২১

তােমার শরীরি-স্বাদ নীলসিন্ধু লবন মাখানাে,
হৃদয়ের পাকশালে অগ্নি জ্বলে, উনােনের ধোয়া –
ধোঁয়ায় আবিল চোখ কিছুমাত্র যায় না তাকানাে –
অপাপ শরীরে তুমি উঠে এসাে জ্যোৎস্নাজলে ধােয়া।

আমার আঙুল জানে তােমারই তাে মানচিত্র সেই,
সেই সানুদেশ, সেই পর্বতের যুগল উচ্চতা –
যেখানে ঝর্ণার জল মুক্তি পায় হাত রাখলেই-
মুহূর্তেই দূর হয় প্রান্তরের সকল শুষ্কতা।

সেই জলে রাখি ঠোট পথিকের মতাে তৃষ্ণাতুর।
যদি সানুদেশে পাই ওই বনছায়ায় বিশ্রাম!
তারই জন্যে প্রতিদিন হেঁটে আসা এই এতদূর!
এখনাে আড়ালে তুমি থাকবে কি? হবে তুমি বাম?

খুলবে না কপাট তােমার, মেয়ে, দাঁড়াবে না এসে?
মানচিত্র ছিড়ে তুমি বেরুবে না রমণীর বেশে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


ভালো কিছু নয়

২| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: ভালো কিছু নয়।

আমার আর কিছু বলার নাই।

৩| ১২ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: তার এতো এতো কবিতা থাকতে এই কবিতাটা কেন বেছে নিলেন।

১৩ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

এম ডি মুসা বলেছেন: বলতে চাইছি তিনিও এসব লিখেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.