নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
মিথ্যা বাদির আতঙ্কে কাঁপছে আমার হাঁটু
ঈমান দূর্বল তার বিসাক্ত চকের খরি,
সত্যর যাচাই নাই আমার বঙ্গ দেশের
কষ্টের লাঘব নিয়ে রাত্রিতে জাপন করি।
কিছু ফুল ফুল নয় একটা ধুতরা ফুল
ভুলে হজম করেই দিতে হচ্ছে খেসারত
কিছু মানুষ হারাম স্বার্থের বিফল মাথা
সরল মানুষ গুলি ভাঙ্গছে মনে হিম্মত।
উকিল মহুরি আর পুলিশ চৌকিদার
মিথ্যর রঙ পছন্দ মিথ্যা বাদির পক্ষে,
অর্থের লালসা ভরা নাটকে বন্দির।
সেই দেশে হৃদান্তর ভাঙে সুপ্ত অভিলক্ষে।
যেই দেশে ভাই ভাই হচ্ছে রক্তের সংঘর্ষ
যেই দেশে মানুষেরা মিথ্যাকে উজ্জ্বল করে,
সুন্দরী নারী জাতির পায়না নিরাপত্তার
অনেক ফালতু নারী আইন নিজের করে।
নারীর ক্ষমতা নারী পায় না সে অধিকার
জমিজমার বিরোধে নারী ব্যবহার করে,
নারীর ক্ষমতা লুটে মিথ্যার শক্তির জন্য
নির্যাতিত নারীদের গোপনেই অস্রু ঝরে।
কতটা সময় আজ এই দেশে জন্মগ্রহণ
সরল সহজ দের অহেতুক এক ভুল
মানুষ কত ফালতু কতটা মন জঘন্য
এদেশের বসবাস কত উপযোগী কূল।
২| ১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১১
চাঁদগাজী বলেছেন:
বিদ্রোহ
৩| ১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১০
আল-ইকরাম বলেছেন: সংগ্রামী কথপোকথন। শুভ কামনা নিরন্তর।
৪| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৪
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখছেন I
৫| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৪
রাজীব নুর বলেছেন: আমি যদি আপনার মতো সুন্দর করে লিখতে পারতাম!!!
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে কবিতা