নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
সাম্প্রতিক
আবিদ আনোয়ার
তর্কযুদ্ধে/ মেতে আছে সম/কাল---
তত্ত্বের তবু /খোলে না জটিল/ গিরো,
টেবিল-ফাটানো/ প্রগতির ডামা/ডোলে
বিজ্ঞেরা চুপ,/ মূর্খেরা আজ/ হিরো;
কেউ কেউ লড়ে/ সাদার পক্ষে/
কেউ চায় গাঢ় /লাল...
শুনতে শুনতে /কান ঝালাপালা/
ভাঙা রেকর্ডে /ইজমের গিট/কিরি;
দাদরার সাথে/ বেতাল মিশিয়ে/
কেউ কেউ নাচে,/
বছরে বছরে /আর্টের বাড়ে/ ছিরি!
কবিতা এখন /ক্যাবারে শিল্প/
মহানগরীর /হোটেলে দেখায়/ রঙ্গ,
গোলাপের কুঁড়ি/ টাকাতে বিকায়/
সংস্কৃতিবান/ বেপারী ও কবি/সংঘ।
বেলোয়ারি আলো /ফিনকি ছড়ায়/
(পঙক্তির নয়) /তড়িতের কার/সাজি---
যেনবা নদীতে/ নৌকোই নেই,/
জলহীন স্রোতে/ দাঁড় টানে শত /মাঝি।
Abid Anwar
৬+৬/২
মাত্রাবৃত্তে ছন্দ
কবি আবিদ আনোয়ার স্যারের সাম্প্রতিক
কবিতার ছন্দ বিশ্লেষণ সহ কবিতা টি পোস্ট করলাম।
অনেকে ছন্দ মাত্রায় বিষয়ে কিছু সামান্য ধারণা পেতে পারেন
১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৬
এম ডি মুসা বলেছেন: যে ভাই এটা উনার ছবি , / মাত্রা ভাগ করে দেওয়া হল।
২| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১:০৮
রাজীব নুর বলেছেন: অনেক কঠিন। আমার জন্য না।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৯
চাঁদগাজী বলেছেন:
শব্দগুলোর মাঝখানে "/" কেন?
এটা কি কবির ছবি?