নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ঋতুর ছন্দহারা

২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৬

]
ক্যালেন্ডারের পাতায় দেখি শীতের তারিখ গুনছি
বাইরে দেখি বর্ষার ঝরা জলের নামা শুনছি

রাতের বেলায় শীতের কাঁথা মুড়িয়ে রাখি গা
সকালবেলা ঘাসে দেখি শিশির ছোঁয় না পা।
কচি ধানের পাতাগুলো নাচছে হেলায় দুলে
কাশবনের ওই ফুলগুলি তো হারিয়ে যাচ্ছে মূলে।

শীতের মাঝে শীত থাকে না বর্ষার মাঝে খরা,
এসব কারণ সবকিছু তার সবার হাতে গড়া।
দিনে দিনে কল-কারখানা ধোঁয়া গুলো চুষে,
হেমন্ত তার পোশাক হারা বুকে অভাব পুষে।

দিনে দিনে গাছের সংখ্যা যাচ্ছে সকল কমে
গাছের সাথে ঐ মিতালী ভুলেছে সংগ্রামে।
ওই প্রকৃতির ওই যে দৃশ্য আমরা করি নষ্ট,
চোখ থাকিতে দেখে নাও সব একটু হলেও পষ্ট।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৮

আলমগীর সরকার লিটন বলেছেন: অনবদ্য কবি দা

২| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে গাছে সংখ্যা বাড়ছে।

৩| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
প্রকৃতি বদলে যাচ্ছে আমাদের :(

২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২০

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ আপু

৪| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৭

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ উপস্থাপন।

৫| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে *গাছের সংখ্যা বাড়ছে।

২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১৯

এম ডি মুসা বলেছেন: না, কমছে

৬| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.