নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মেয়ে তুমি হারিয়ে যেও না

২৬ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৬


মেয়ে তুমি হারিয়ে যেও না অচিন নদীর তীরে,
তোমার জন্য কোন পথিক নিত্য পূজা দেয়,
মেয়ে তুমি হারিয়ে যেও না হেমন্তের ঘাস দেখে
হয়তো তোমার জন্য‌ শরৎ চোখ রাঙিয়ে যায়।


শরতের ওই কাশফুলেরই হারিয়ে যেও না তার
ফুলের মায়ায় আর জড়িয়ে নিজ ভুলো না তার,
তাইলে তোমার আগাম শরৎ মুছে যাবে মনে
হারিয়ে গেলে চোখের কোটায় পড়বে নাসে আর।

মেয়ে তুমি হারিয়ে যেওনা বসন্তের ওই ডালে
তোমার জন্য আসল পথিক নিত্য প্রনয় য়ান,
অকালের ওই রাঙা দিনে হারিয়ে যেও না তার
আসল দিনে থাকবে সেদিন দুঃখ সারি গান।

মেয়ে তুমি গভীর বনে হারিয়ে যেও না নিজ
সেখান থেকে ফিরে যদি পথ ভুলে যাও ঠিক,
তোমার জন্য শারত শিশির লাগবে বৃথা যেন
দেখবে তুমি ঠিক রয়েছে তোমার যে নাই দিক

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.