নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

একদিন দেখা হবে

২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩৬


দেখা হবে তার! আজ নয় কাল, একদিন তার সাথে;
যদি মন থেকে ভালোবেসে থাকি একদিন তাকে,
হয়তো সেদিন থাকবোনা আর তুমি আর আমি!
দেখা হবে তার আজ নয় কাল একদিন তার সাথে।


অজস্র দিন পেরিয়ে পেরিয়ে একদিন দেখা হবে;
সেইদিন কভু থাকবেনা কিছু মিছে অভিমান,
ভালবেসে দাবি থাকবে না আর তোমার মধ্যে 
আজকের মন না বলার কথা সেদিন সহজ হবে।


বলার মতই থাকবে না মন নয়তো উষ্ণ ডালে
পাশাপাশি বসা দুজনের হবে কিন্তু-তবে! 
ভালবাসার দাবি নিয়ে হবে না- মন আক্রোশ।
সেদিন দূর কে জয় হবে যেন ভালোবাসা নয়।

এই দূরত্বে বন্ধ দরজা সেদিন -খোলা হবে....
আমারা জানিনা হয়তো কথাটা স্রষ্টার প্রতিদান
মন থেকে কিছু যদি চায় কেউ একদিন কাছে পায়
এমনি একটি ঘটনা হয়েছে আমার কেবল জানি।


আমরা আজকে মনের চাওয়া মূল্যকে ডুবাই
একদিন হবে দেখা হবে তার অনেকটা সহজে 
সেদিন থাকবে না আর বাঁধা কি ‌ বিপত্তির পথ
দেখা হবে তার আজ নয় কাল একদিন তার সাথে।

রচনা-মোঃ মুসা।
ছন্দ, মাত্রাবৃত্ত।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:



দেখা তো অনেকের সাথে প্রতিদিনই হচ্ছে

২| ২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৪৯

আমি সাজিদ বলেছেন: একদিন দেখা হওয়াটা কি নিতান্তই জরুরী?

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১:৩৮

এম ডি মুসা বলেছেন: absolutely

৩| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৩:২৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.