নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
সন্ধ্যা সকাল শিশিরের জল এক ফোঁটা জল ধানের ডগায়,
আলতো ছোঁয়ায় মাঠঘাট জুড়ে ছড়িয়ে পড়ছে ...
পায়ের জড়ানো শিশিরের জল পথচারী পায়।
শীতের শরীর এইভাবে আসে শরতের রোল।
শিশির যখন রৌদ্রে হাসিতে পালিয়ে গিয়েছে
যেখানে সন্ধ্যা হওয়ার আগে ধানের ডগায় -
ফের দেখা যায়।
শীতের আগের দিনগুলি হলো
আজ শিশিরের সকাল, শিশির বিকেলে শিশির।
এই শিশিরের ভেজা শরীরের কেবল সকাল-
কেবল বিকাল রাত- দুয়ারী।
- (মো। মুসা) [
০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:২৮
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ
২| ০৩ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।