নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ফিরে পাওয়ার আকুতি মিনতি

০৯ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৩



ছন্নছাড়া পথিক আমি নিজের ছবি খুজঁতে খুজঁতে ক্লান্ত পথিক আমি,
আকাশ ফুঁড়ে পাতাল ফুঁড়ে যথায় আমি নিজকে খুঁজি নিজকে খুঁজি
কোথায় আমার নিজের ছবি খুঁজে পেলে রাখতাম হৃদয় প্রাচীর দেয়াল
নতুন করে আবার আমি নিজ কে পেলে খুলতো মনের দুয়ার।

আমার ভিতর স্বপ্নগুলো জেগে উঠতো কচি ধানের গোলার মতো,
নবান্নের ওই খেতেখেতে কৃষকের চোখ আমার নিয়ে চোখ জুড়িয়ে যেত
নিজকে আবার গুছিয়ে নিতাম শৈশব মাখা ভোরের মত সকাল দুপুর
অগোছালো দিন গুলো মোর গুছিয়ে নেওয়া যেত শুধুই আমার মত।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.