নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
ফেসবুক পৃথিবীকে এত কাছে নিয়ে এলো
পৃথিবীর দূরপ্রান্ত যেন কাছে হয়ে গেলো,
নিবর্তন মুলতুবি কিংবা ব্যাথা দিয়ে গেলো
প্রেমের সুন্দর আঁচ মিত্রতায় এলোমেলো।
সারাদিন ঘাঁটাঘাঁটি দেখেই নিউজ ফিড
মেসেঞ্জার ঢুকে কেউ যায় চতুষ্পাশ্র্ব ভুলে,
কাজ কর্ম ভুলে যায় শুধুই প্যাঁচাল মারে
বেশির ভাগ মেয়েরা দুষ্টুর ডুবে কবলে।
কেউ দেখি ঘনঘন করে পোস্ট আর পোস্ট
কেউ করে ফানি পোস্ট দেখায় পোস্টে সংকোচ,
আজব ব্যাপার হলো পৃথিবীর ঘটনাকে
তুলে ধরে লিখে যায় সংবাদে মন হরোষ।
দূর কিন্তু কাছে এলো বিশ্বাসে কমেছে মূল্য
ভালোবাসা যেন এক, গুরুত্ব হীন সন্তোষ,
বিশ্বাসে ধরেছে ক্ষত পুরো পৃথিবীর দেহে
ছেলে মেয়ে দিশেহারা বিশ্বাসে কেউ নিরস।
২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২০
এম ডি মুসা বলেছেন: আফশোস আপনি ছাড়া কেউ মন্তব্য করেনি
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।