নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ক্লাস ফাঁকি

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৫




যারা শুধু দিয়ে যায় আরে ক্লাস ফাঁকি,
একদিন সেই চোখে রত্ন ছবি আঁকি।
ভাবি শুধু চাকরিটা দরকার মেলে,
ধাক্কা মেরে সিঁড়ি চড়ে উঠি ঠেলে ঠেলে।

সারাদিন ঘাঁটাঘাঁটি করি ফেসবুক!!,
বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চলে মিঠা সুখ
খাতার পৃষ্ঠে চলেনি আ কালির মোছা,
পরীক্ষা কেন্দ্র কেউকে মারি শুধু খোঁচা।

আমরা এখন দেখি দরকার বুঝে ,
ফেসবুক গ্রুপে স্টাডি করি ধুম দুজে
সারাকাল ফাঁকিবাজ পড়াশুনা ছাই,,
জবের এপ্লাই কালে লক্ষ্ জনা পাই।

নীতিবাক্য কজনায় দীক্ষা শিক্ষা নাই ,,
চাকরিটা হলে ভাই শুধু ঘুষ খাই।
বদনাম শিক্ষাঙ্গন বদনাম হয়,
এমন ট্যালেন্ট দিয়ে চাকরির জয়।।
-মোঃ মুসা
*বলার জন্য,,, দুঃখিত ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: লেখাপড়ায় খুব মনযোগী ছিলাম। কোনো দিন ফাকি দেই নি।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০৬

এম ডি মুসা বলেছেন: সেটা বুঝতে পারছি, আপনার নীতিবাক্য আর পোস্ট দেখে

২| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: একজন কলেজের ছাত্রের সাথে একজন মাদ্রাসার ছাত্রী।আরো ছেলেদের মাদ্রাসা লাগবে।কি দেশ কি হয়ে গেল।

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২৩

এম ডি মুসা বলেছেন: ঠিক কথা

৩| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সেটা বুঝতে পারছি, আপনার নীতিবাক্য আর পোস্ট দেখে

হা হা হা---
লেখাপড়ায় আমি ভালো ছিলাম। খুব মন দিয়ে পড়তাম। হাতের লেখাও সুন্দর ছিলো।

৪| ৩০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৭

নেওয়াজ আলি বলেছেন: দারুণ লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.