নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

টেক কেয়ার

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৫


মুঠোফোনে কেউ নিলো নাই খোঁজ
কেউ করে নাই -টেক কেয়ার!
হাবুডুবু প্রেমে পড়িনি কখনো
প্রেমের বাতাসে হলো না ফ্যায়ার।

মাঝে মাঝে ভাবি প্রেম আসে নাকো
আবার তো বলি এমনি যে থাকো,
প্রেমের নামেই মেকি অভিনয়
প্রেমের বাজারে তুমি দ্যাখো নাকো।

আমার উপর অনেক পড়েছে
প্রেমের তো উঁকি ঝুঁকি,
আমি তো পড়িনি চরিত্র দাসে
না হয়ে প্রেমের সুখী।

প্রেম দিয়ে নয় কোন বিশ্বাসি
নিতে যদি টেক কেয়ার,
তবু একবার ধন্য ভেবেই
মনটা দিতাম শেয়ার।

যদি বলতাম চাইলেই হব
তোমার মনের রাজা,
না চাইলে তো চাইব না তার
চাইলে বাদ্য বাজা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৭

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আপনার জীবনে যেন সত্যিকারের প্রেম আসে সেই কামনা রইলো...

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০২

এম ডি মুসা বলেছেন: সবার জীবনে আসুক।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০২

খায়রুল আহসান বলেছেন: উঁকি ঝুঁকিগুলো এড়িয়ে গিয়ে ভালই করেছেন বলে মনে হয়।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৯

এম ডি মুসা বলেছেন: সময় পাই নাই, স্কুল আর কলেজে
এসব কে নিয়ে , আমি সহজ সরল বলে বন্ধু রা আখ্যা দিয়েছে।
এখন দেখি ভালাই হয়েছে

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:



বসন্ত আসিবে নীরবে, ফুটিবে ফুল, নিশীথে ডাকিবে কুহু, বধু হবে ব্যাকুল

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৭

এম ডি মুসা বলেছেন: তাই নাকি ,

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৩

শোভন শামস বলেছেন: ছন্দময়, সুন্দর লিখেছেন, ধন্যবাদ

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৮

এম ডি মুসা বলেছেন: অনুপ্রেরণা পেলাম

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৮

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.