নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
একটা মানুষ চাই যে আমার নিবে খোঁজ
আমার দুঃখে বা সুখে কতটা কেমন আছি,
সারাক্ষণ পিছুলেগে করবে টেক কেয়ার
এমন কেউকে চাই যেন শত্রুতায় বাঁচি।
বন্ধুর মতোন নয়ে শত্রুর মতোন পিছু
আমার পিছুতে জুড়ে শুধু তার আনাগোনা।
কারণ বন্ধুরা ছেড়ে শত্রুরা ছাড়েনা পিছু
আমি তো চাই একটা শত্রুর মত প্রেমিকা
আমার পিছু করুক আমারে টেক কেয়ার,
পিছু লাগা একটাই শত্রু টার যে মতোন
সেখানে কেবল জয় উৎপন্ন হয় ফ্যায়ার।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৫
এম ডি মুসা বলেছেন: আসলে কঠিন।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি অন্যকে যতটা দিবেন, অন্যরা আপনাকে ততটাই দিবে।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪২
নেওয়াজ আলি বলেছেন: সেটা ভালোবাসার মানুষ
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৩
চাঁদগাজী বলেছেন:
'টেক কেয়ার' ব্যাপারটা একটু কঠিন; ইহা চাইলেই পাওয়া যায়ন না; ইহার জন্য তৈরি হতে হয়।