নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বসন্ত সুর

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৪

হারিয়ে কন্যা বসন্ত সুর
কেঁদেছ গোপনে তুমি কতদূর?
বসন্ত আসে চারার জন্য নয়,
বৃক্ষের দিনে হবে সুমধুর।

বসন্তে ফোঁটা বালক কুকিলে
ঠোঁটে উপদ্রব চুষেছে শিমুল,
মধু খেয়ে খেয়ে লুকায় কুকিল
চির বসন্ত মুছে দেয় কূল।

অকালে চারার যদি ফুটে ফুল
কুকিলের ঠোঁটে বিলিয়ে শরীর
শিমুল কন্যা মাটিতে লুটায়
আসেনা কন্যা সেই দিন ফির।




মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২১

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: চমৎকার কবিতা...

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৬

এম ডি মুসা বলেছেন: উত্সাহ পেলাম। থ্যাংকস ভাই

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:



ভাবে ও কথায় কেমন মিলটিল নেই

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫০

এম ডি মুসা বলেছেন: এইবার মিলাইছি আবার মন্তব্য চাই

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: বসন্তের সুরটা শেষ স্তবকে এসে একটু বেসুরে লাগলো। আরেকবার ভেবে দেখুন শেষটাও প্রথম দুটি স্তবকের মতো সুরেলা হয় কিনা।
শুভেচ্ছা জানবেন কবিবর।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫২

এম ডি মুসা বলেছেন: আমি ব্লগ বেশি উত্সাহ পাইনা, আবার এই পোস্ট কিছু কথা সুর ঠিক করে দেব‌ আপাতত আরেক বার কবিবর দেখা উচিত, আপনি ও কবিতা লেখেন আমি পড়েছি।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: কেন উৎসাহ পাবেন না? এতভালো প্লাটফর্ম আমার যুক্তিতে আর কোথাও পাবেন না। তবে ভালো মন্দ উভয় দিকই আছে। ভালো দিকগুলো নিশ্চয়ই আপনাকে অক্সিজেন জোগাবে।
ভালো থাকুন সবসময়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৬

এম ডি মুসা বলেছেন: আমি কবিতার দিকনির্দেশনা মেনে, কবিতা লিখি
প্রচুর গবেষণা করি, সকলের কবিতা, একটা শুদ্ধতার পাতায় ও আছি।
এদেশে গুণিজনদের সাথে। এত মাত্রা ঠিক রাখি ছন্দ বিহীন লেখা
কখনো দেখিনা , 2018 মার্চ থেকে। গদ্য ছন্দ লিখি না বলে
অনেক রসাত্মক কথা কবিতার ব্যবহার করতে পারিনা।।
এত নিয়ম মাফিক, অথচ যেগুলো গদ্য মাত্রা নিয়ন্ত্রণে নেই
কত উত্সাহ পাচ্ছে , আমি এখানে তাই বেশি ভালো লাগা কাজ করে না,
তবে এটা বাংলাদেশের বড় ব্লগ আমি জানি, অনেক লোক ব্লগার এর সাথে এখানে পরিচয়

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১১

পদাতিক চৌধুরি বলেছেন: আর একটা কথা বলতে ভুলে গেছি। আগের সঙ্গে পরেরটি তুলনা করে আপনিই বলুন কোনটা ভালো হয়েছে?
ধন্যবাদ আপনাকে। সুন্দর একটা কাব্য উপহার দেওয়ার জন্য।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:



এবার কিছুটা প্রাণ পেয়েছে, ভালো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৬

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ ভাই, একটা কথা বলি , আমি আপনাদের থেকে অনেক ছোট
তাই সব সময় উত্সাহ ভুল ত্রুটি ধরিয়ে দেবেন।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২১

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লিখেছেন প্রিয়

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৪

এম ডি মুসা বলেছেন: সাধারণ এর মাঝে ভালো। ভালোর মাঝে দূর্বল। ধন্যবাদ ভাই। শুভকামনা

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




পড়ছি, আর কিছুদিন পর মতামত জানাই কেমন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১১

এম ডি মুসা বলেছেন: ১৪ ফেব্রুয়ারি পরে নাকি

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪০

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১১

এম ডি মুসা বলেছেন: মন্তব্য পেয়ে খুশি হলাম,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.