নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বেস্ট কাউকে খুঁজা

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৫

মন কেন এত দিকে দিকে যায়
বেপরোয়া হয়ে কেবলি তাকায়,

নিজের ভেতরে কিছু ছুঁয়ে ছুঁয়ে
কিছু ভালোলাগা তৈরি করায়।

কিছু মানুষের মুখের উপর
চুপিচুপি উঠে হৃদয় চরণ,
কেন এত মন ওঠে নেমে যায়

বেস্ট কাউকে খুঁজতে কারণ।
চলার পথেই কাকে নেয়া যায়
কার চোখে চোখ ,চোখ রাখা যায়,
কার চোখে থাকে সেই সুন্দর
একথা কখনো- কারে বলা যায়।

কিছু মানুষের দেখে মনে হয় 
মুখ খানি যেন সোনার পুতুল ,
এরচেয়ে ভালো চুলার যে ছাই 
অবশেষে দেখি লোহার কি ফুল।


কতদিকে মন শুধু ছুটে যায় 
তাকিয়ে দেখছি সচ্ছ জলের হাসা,
জীবন গোছানো ফুলের বাগিচা
অবশেষে দেখি তা কাকের বাসা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৯

এম ডি মুসা বলেছেন: লেখাটা এবার শিল্প কারখানা পাওয়া যাচ্ছে

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৪

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: অসাধারণ লেখা...

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৬

মেহেদি_হাসান. বলেছেন: ভালো লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.