নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

গ্রামে শব্দ দূষণ

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১০


ঘরের পাশেই সারাদিন ভরে

জোরালো মেশিনে ডাক,

একটু শান্তি একটু ঘুমের

আজ ভীষণ খোরাক।


বিশাল ডগির ইরি ধান চাষে

সেচেই ভেজানো পালা,

ভোঁভোঁ শব্দের রাতদিন ধরে

কান করে ঝালাপালা।


অবুঝ ঘরের বসবাস থেকে

আজো শুনি সেই শব্দ,

কেউ বুঝে নাই এই কথাগুলো

বলেনি করো যে জব্দ।


আগের দিনের পঁচা ইঞ্জিন

তাই করে খটখট,

শহরের মত শব্দ দূষণ

গ্রামে মেলে সংকট।।


পাশেই বাড়ির ইটের ভাটার
একদল জেগে নিষ্ঠার,

গোল্লা পাকায় মাটি পানি নিয়া
মেশিন দিয়েই ইষ্টার।।

ইটের ভাটার মাটির কাঁটার
ড্রেজারে কাটে মাটি,

রাত নাই দিন যখন তখন
মেশিনের জোরে ঘাঁটি।

প্রকৃতির সুর পাখির ও ডাক
ভরায় না এই মন,

শহরের মত শব্দ দূষণ
যে গ্রামেও জ্বালাতন।

ছবি, বিবিসি নিউজ

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময় প্রকাশ কবি দা

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৬

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ,‌পাঠ এবং মন্তব্য করার জন্য

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৩

মেহেদি_হাসান. বলেছেন: সুন্দর

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৭

এম ডি মুসা বলেছেন: পাঠ করার জন্য ধন্যবাদ ভাই। শুভকামনা রইল

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: যে দেশের সমস্ত মানুষ দুষিত। সেই দেশের শব্দ দুষন আহামরি কিছু না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৩

এম ডি মুসা বলেছেন: খারাপ ভালো মিলিয়ে বাংলাদেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.