নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
পাতা ঝরা দিনে রোদেও কোমল থাকা চারিদিক,
মাটির শরীরে বিছিয়ে দিয়েছে পাতার আঁচল,
কুশ টেনে নিলো ডিম পারতেছে ময়না শালিক
জল আর মেঘ শীতের চোপার নেই কিছু ঘোল।
শিমুল ফুটেছে ঝরেও পড়েছে শিমুল ঝুলেছে
কুকিলে ছিঁড়েছে বালকে তুলেছে শিমুলের ফুল,
কিছু স্নিগ্ধ কিছু দক্ষিণের হাওয়া দুলেছে
বালকের চুল বালিকার চুল আউলে দূকূল।
আমি বসন্ত উৎসবে খুঁজি নিজেকে যখন
দেখি হতাশার চারিদিক শুধু দূষিত বাতাস,
শকুনের ডাকে বের হয়ে দেখি কুকুরে যখম
বের হব কোথা মুক্ত পথের এক পরিহাস।
২| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
৩| ১১ ই মার্চ, ২০২১ রাত ১:২৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫৩
মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার কবিতা