নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

সমাজের দৃষ্টিভঙ্গি

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৪৪




সকলের তরে সকলে মোরা
প্রত্যেকে মোরা পরের তরে।


আমরা কি আসলেই পরের তরে এই কথা একটি পুস্তক পাঠে বাস্তবতার কাছে এটা নিছক মিথ্যা কথা,
এই কথা কেউ বাস্তবতার কাছে বলতে গেলে মুখ পিছলে যাবে এটা অধিকতর সত্য।
দেখেন একজন মানুষ সাহায্য ছাড়া অন্য জন চলা দুষ্কর আসলে এইসব পরিহার করা উচিত।


উপকার কারীর অপকার করেঃ

আপনি আজকে মানুষের উপকার করবেন,কিছুদিন পর আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়।
আসলে এটা মানুষের কাজ নয়। তাই মানুষের উপকারে কেউ আসে না। মানুষের প্রতি মানুষের
আস্থা কমে যায় পরবর্তীতে বিশ্বস্ত মানুষ ও অবিশ্বাস্য
রোগে আক্রান্ত হয়ে যায় সকলের চোখে।


ভালো মানুষের দাম নেইঃ


আজকাল মানুষের কথায় কথায় বলে উঠে
ভালো মানুষের দাম নেই, ভাত নাই । আসলে কি সত্য?নাকি নিজে অসৎ বলে পরিস্থিতি ঘোলাটে করার ধান্দা?
সৎ পথে থাকলে নাকি উপরে সিঁড়িতে ওঠা যায় না!!



যুব সমাজ, কিশোর কিশোরীঃ

আজকাল আমি জানি না তাদের ছেলে মেয়েদের
তাদের বাবা মা তাদের খোঁজ খবর নেয় না কেন?
সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের ভালো মন্দ খোঁজ খবর নেয়াএকজন বাবা মায়ের বিশেষ কতৃত্ব দায়িত্ব।
আপনার ছেলে কার সাথে মিশে? মাদকাসক্ত হচ্ছে নাকি?? এটার দায় সম্পুর্ণ......আপনার

আপনার ছেলেঃ রিলেশনের নামে মিথ্যা সম্পর্ক করে
যৌন চাহিদা পূরণ করে যাচ্ছে, কোন, একটি সরল মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে ধোঁকা বাজি করে যাচ্ছে।

আপনার মেয়েঃ আপনার মেয়ে কি করে একবার দেখেছেন, বখাটে স্মার্ট সিনেমার হীরোর মত ছেলে
আপনার মেয়ের সাথে কি সম্পর্ক জড়িয়ে যাচ্ছে
আপনাকে নিয়ে চোর পুলিশ খেলে

রাতে ১২ টার পর ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়
অনলাইন তারপর নির্দিষ্ট বাগান বাড়ি, হোস্টেল
রুম মেট করে ডেড দিয়ে আপনার মেয়ের কি
মান সম্মান যায়! আপনার যায় না??

আজকাল বলে কোনো মেয়ে সিংগেল নাই অভিভাবক আপনি তাহলে কাকে বিশ্বাস করে আছেন??
আপনি একটা ফেক আইডি খুলে আপনার মেয়ে আপনার ছেলে টা কে আজি কি করছে তা যাচাই-বাছাই করেন।
নয়তো এর দায় সম্পূর্ণ আপনার!!



ইসলাম দৃষ্টিতে বিয়ের আগে শারীরিক
সম্পর্ক স্থাপন
নিষিদ্ধ কিন্তু তাও উল্লেখ করলাম.....

এবং নারীদের পর্দা প্রসঙ্গে বলেছেন যে, ‘ঈমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং যৌনাঙ্গের হেফাজত করে। যা সাধারণত প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য্যকে প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাদী, যৌনকামনামুক্ত পুরুষ ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, এদের ব্যতীত যেন কারো কাছে তাদের সৌন্দর্য্য প্রকাশ না করে, গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্যে তারা যেন জোরে পদচারনা না করে। মুমিনগন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফলকাম হও।’ (সূরা: আন নুর, আয়াত: ৩১)


মানুষের পথে পথে বাধাঃ
দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত আমি মানুষের গল্প বলতে এসেছি। আশেপাশে মানুষ বলবে
(১)তুমি তো ভালো ক্রিকেট খোলো ঠিকই জীবনে ও জাতীয় দলে চান্স পাবা না ঐ পর্যন্ত যেতে পারবে না।
(২)তুমি তো ভালো পড়াশুনা করো ঠিক ই সরকারি চাকরি কখনো তুমি পাবে না

(৩) তুমি এত বড় স্বপ্ন দেখো কখনো তোমার পূরণ হবে না।
(৪) ব্যবসা দিয়েছে কয়দিন তোমার দেখবে ব্যবসা লাটে উঠবে।

(৫) তুমি কোথায় রওনা দিয়েছো বলবে আরে শেষ পৌঁছাতে পারবে না , পৌঁছায় গেলেও সুবিধা করতে পারবে না! কোন লাভ নেই।

এই ধরনের মানুষ সমাজে আছে না নাই?
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই- চন্ডীদাস।

আপনার লক্ষ্য স্থির করুন!ঃ

আমাদের উচিত যে দিকে যেতে চায় সবাইকে সে পথে
সাহায্য করা সাহায্য করতে না পারলে তাকে মনোবল দিয়ে সাহায্য করা,
এটাই মানুষের কাজ হতে পারতো।
আপনি যেটা করেন সেটা যেন আপনার সাফল্য অর্জন হয় সেই দিকে আপনার পেষণা দেওয়া মনোবল দেওয়া!
কিন্তু তা হচ্ছে না বাঙালি চিত্র বিপরীত।


আমার এই পোষ্টে কেউ লাইক কমেন্ট করা লাগবে না এমনকি আমি তাতে কোন আমার কিছু যায় আসে না তবে আমার সকল অভিভাবক এ পোস্ট টা একবার পড়ে যাবেন আমি তাদেরকে শুধু একবার পড়ে যাওয়ার অনুরোধ করে যাচ্ছি আর কিছু মন্তব্য করারও প্রয়োজন নাই আর যাদের মনে হয় সমাজের এর প্রতিবাদ করার প্রয়োজন আছে তারাই একবার পড়ে যাবেন

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৫৫

সোনাগাজী বলেছেন:



দায়িত্বজ্ঞান হওয়ার আগেই কাম-কামনা বেড়ে গেছে নাকি?

০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

এম ডি মুসা বলেছেন: গাজী ভাই হয়তো বেড়ে গেছে নয়তো না আমার মনের অভিব্যক্তি প্রকাশ করেছি

২| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার ছেলে
আপনার মেয়ে

এই দুইটি প্যরায় দ্বিমত ।

০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

এম ডি মুসা বলেছেন: এই ব্যাপারটা নিয়ে আরও যাচাই বাছাই করেন দরকার আর কোনো বিশেষজ্ঞের শরণাপন্ন হন আর আপনার ঘরের বাবা-মা আপনার সবচেয়ে বড় বিশেষজ্ঞ আপনার বাবা-মা কে জিজ্ঞাসা করুন বিয়ের আগে অতিরিক্ত কিছু করা কোন সমাজে স্বীকৃতি দেয় কিনা

৩| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৫:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: লজ্জা, দ্বিধা, ভয় এই তিন থাকিতে নয়। :)

০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

এম ডি মুসা বলেছেন: আমরা সমাজের একাংশ সমাজের যেগুলো সমাজ স্বীকৃত দেয় না সমাজের সাথে তাল মিলিয়ে চলা সমাজকে রক্ষা করা কৃষ্টি-কালচার রক্ষা করা এটাও কিন্তু একজন মানুষ সত্যের কাজ

৪| ০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

সোনাগাজী বলেছেন:


যারা বৈবাহিক জীবনের বাহিরে শারীরিক মিলনে অভ্যস্ত হয়, তারা সমাজকে বেশী ভয় করে, নাকি ধর্মকে বেশী ভয় করে?

৫| ০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫০

কামাল৮০ বলেছেন: লক্ষ্য স্থির আছে।মরার পর ৭২।

৬| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: ভালো। ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.