নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

সমাজ সচেতনতা

০৮ ই জুলাই, ২০২২ রাত ১১:৫৪


এই যে আপনি কি জানেন?

চলার পথেঃ
আপনি কি চলার মানুষের সাথে কি দৃষ্টিভঙ্গি আচরণ করেন। আপনার কথায় কোনো মানুষ কি কষ্ট পায়। এটা সম্পূর্ণ বাজে আচরণ।আপনাকে কেউ বিশ্বাস করে আপনার সাথে নিজের দুঃখের কথা শেয়ার করেছে। আপনি কি তার দুঃখের ভিতরে আরো বিশ্বাস এর মর্যাদা না দিয়ে উপহাস করলে বুঝে নেবেন আপনি তাহলে মানুষ হতে এখনো পারেন নাই।

প্রতিবেশীঃ
আপনি কি আপনার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার আচরণ করেছেন। আপনি ভালো লোক নন। বুঝতে হবে আপনার ভেতরে মানুষ সত্য নেই। আপনার প্রতিবেশীর দূর্বলতা নিয়ে ঠাট্টা ও উপহাস করেন। এটা আপনার
জঘন্য আচরণ সামাজিক অপরাধ
মাদকাসক্তঃ আপনার ছেলে, মেয়ে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আপনি কি তার খোঁজ রাখেন অভিভাবক।
সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্ব পালন রাখার দায়িত্ব আপনারই


উগ্র সাম্প্রদায়িক উস্কানিমূলক
আপনার ধর্ম আপনার কাছে শ্রেষ্ঠ ।আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ।ধর্ম মানুষের মনের কাবা, মসজিদ, মন্দির গির্জা প্যাগাডা। মানুষের মনে আল্লাহ, খোদা, ঈশ্বর ভগবান,বাস করেন । কোন ধর্মের প্রতি আঘাত করলে তার মনের উপর পরে। হৃদয়ে আঘাত হয়। মনের আঘাত কখনো সৃষ্টিকর্তা ক্ষমা করেন না। তাই সকলে সচেতন হওয়া উচিত আমাদের

ইসলাম ধর্ম মতেঃ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। হে মানুষ তোমরা একই পিতা থেকে সৃষ্টি
তাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে


দুর্নীতি ঃ দূর্নীতি করে আপনার ফয়দা তৈরি করে যাচ্ছেন আপনি অযোগ্য লোক হয়ে ,
অনেক কিছু পেয়ে যান এটা মানুষের কাজ নয়। নিজের যোগ্যতা দিয়ে হালাল পথে যদি কাজ না পান খয়রাত করেন



কিশোর ছেলে মেয়ে ঃ

অভিভাবক হ্যালো অভিভাবক শুনছেন
বাবা মা, আপনার ছেলে কার সাথে মিশে কার সাথে কথা বলে কি করে খোঁজ নিয়ে দেখেছেন।

কোন মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক লিপ্ত হয়ে

গভীর প্রেম লিপ্ত হয়ে স্বামী স্ত্রী মত মেলা মেশা করে আপনি কি খোঁজ রাখেন?

রিলেশনে করে বিয়ের কোনো নিশ্চয়তা যেখানে নেই
এত অশ্লীল মেলামেশা কিভাবে করে....
ফেসবুক ইনবক্স কি করে দেখার অধিকার আপনার আছে বাবা মা!
হ্যালো অভিভাবক বাবা মা, আপনি আজ ই খোঁজ রাখেন , আপনার মেয়ের ফেসবুকের ইনবক্স কি করে জানার জন্য গোয়েন্দা হয়ে যান।
দিন রাত এমনকি রাত ১২ টার পর থেকে ৪.০০ am
অনলাইন কি করে।

সম্মান টা গেলে আপনার ই যাবে ওরা উঠতি বয়সী
ভুল করতে পারে , সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব আপনার।

লোভ হিংসা বিদ্বেষ ঃ লোভে পাপ পাপে মৃত্যু
দয়া করে জেনে ভুল করবেন না। হিংসা মানুষের সততা কে পুড়ে ফেলে। বিদ্বেষ এমন একটি কাজ
যত করবেন তত বাড়বে যত কমাবে তত কমবে।


মিথ্যা কথাঃ মিথ্যা কথা এমন একটি ভাইরাস
একটি মিথ্যা কথা আবিষ্কার করে কারো উপর প্রয়োগ করতে গেলে । সেটা কে মজবুত করতে আরো ১০০ টা মিথ্যা কথা বলে। মিথ্যা বাদির জয় কখনো পরাজয় মেনে নিতে পারে না।
একটি সত্য কথা এতটা মানুষের মাঝে ছড়িয়ে যায় না মানুষ পরের ভালো চায় না তাই সত্য বিস্তার ঘটে না।

মিথ্যা কথাঃ মানুষ পিছনে মানুষ সুযোগ শত্রুতার জের ধরে, মিথ্যা কথা বাতাসে ছড়িয়ে দেয়।
এই মিথ্যা কে গ্রহণ করে তার মানুষ নয়
যারা গ্রহণ না করে বুদ্ধি দিয়ে বিচার করে
যাচাই না হওয়া পর্যন্ত চুপ থাকে।

নাগরিক বৈশিষ্ট্যঃ সু নাগরিক তিনটি বৈশিষ্ট্য
১) বুদ্ধি ( সকল কাজ বুদ্ধি দিয়ে করে)

২)বিবেক (সকল কাজ বিবেক দিয়ে বিবেচনা করে)

৩ )আত্মসংযম ( সকল কাজের প্রতি মনোযোগী এবং আত্মনির্ভরশীল এবং আত্নবিশ্বাসী হয়ে করে।

সবশেষে. সবার উপরে মানুষত্য তাহার উপরে নাই
..চণ্ডীদাস




মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২২ রাত ১২:৫২

কামাল৮০ বলেছেন: ধর্ম নিয়ে বাড়াবাড়ি বলতে নবী কি বুঝেছে আর আপনি কি বুঝেছেন।নবী কি বুঝেছে সেটা হাদিস সিরাত থেকে আমি জানি।আপনি কি বুঝেছেন জানতে ইচ্ছা করে।

০৯ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩৮

এম ডি মুসা বলেছেন: হে লোক সকল! আল্লাহ তাআলা বলেন: ‘হে মানবজাতি! আমি তোমাদিগকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। নিশ্চয় আল্লাহর কাছে সে-ই সর্বাধিক সম্মানিত, যে সর্বাধিক পরহেজগার। (আল-কোরআন, পারা: ২৬, সূরা-৪৯ হুজুরাত, আয়াত: ১৩)।

২| ০৯ ই জুলাই, ২০২২ রাত ১:০৩

কামাল৮০ বলেছেন: রাষ্টের আইন কানুন মেনে চলা, সু নাগরিকের বৈশিষ্ট্য।

১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৬

এম ডি মুসা বলেছেন: সহমত

৩| ০৯ ই জুলাই, ২০২২ সকাল ১০:৪৩

এম ডি মুসা বলেছেন: বিদায় হজ্বের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.