নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

দুই মুখের দিকে

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৯

শকুন চায় গরু মরুক
গরু চাচ্ছে বাঁচি,
গরুর প্রাণে শাপে শকুন
সাথে ঘেরাও মাছি।


খোদা এবার কোন মুখের
সদয় হবে মনে,
মরবে গরু নাকি শকুন
আহার না- নিষ্প্রাণে।


ধান পেকেছে দল উদয়ে
মানুষ করে ভাত,
ধান চেয়েছে বংশ ধারা
বেড়ে যাপক জাত।


খোদা এবার কোন দিকে তে
দুয়ার খুলে দেবে,
দুই কূলের মালিক তিনি
পায় না খোদা ভেবে।


হরিণ বলে বাঁচাও খোদা
বাঘ খুঁজেছে আহার,
দুই জীবনে হক রয়েছে
একটু বেচে থাকার।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৫

গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার ভাবনা!

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

এম ডি মুসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৯

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৩

মৌন পাঠক বলেছেন: সংকট বড়!

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

এম ডি মুসা বলেছেন: ফ্রেবরুয়ারি মাসের শুভেচ্ছা

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.