নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

দুই নারী

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৫

একটি নারীর জীবন নিয়ে সারা ক্ষণে থাকি,
হাজার রূপে সাজিয়ে মন খুশির চেষ্টায় রাখি...

একটি নারীর ভয়ে আমার ঘুম হয়না ঘরে,
কখন জানি ষড়যন্ত্রের জালে আমায় ধরে।
একটি নারীকে দেখলে আমার স্বপ্ন গুলো জাগে,
নতুন করে বেচে থাকার ইচ্ছা আমার লাগে।

একটি নারীর দেখে আমার ক্ষোভ জেগেছে মনে,
এই নারীটি জন্ম নেওয়া ভুলের সন্ধিক্ষণে।
এই নারীটি সকল নারীর মুখ করেছে কালা,
এই নারীটি দুনিয়াতে না থাকাই ভালা।

যে নারীকে দেখলে পরে লাগে মনে ভয়,
এই নারীটি নারী জাতির কলঙ্ক অধ্যায়।
নারী তোমায় দেখলে পরে যুদ্ধে নর জয়ী
যে নারীকে দেখে আমার কলিজা যায় ক্ষয়ী...।

নারী জন্য যুদ্ধ নেমে বিশ্ব মুঠোয় আনি,
জীবন জুড়ে ভালোবাসা তোমার জন্য টানি।
নারী তোমার স্বার্থের জন্য ষড়যন্ত্র লিপ্ত,
তোমার জন্য তীব্র ক্ষোভের অভিশাপে ক্ষিপ্ত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: অন্তমিল চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.