নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

কৃতঘ্ন

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৫



আমার বাড়ির পরিবারে খুন হয়েছে আট-সালে,
হারুন তখন সেই ঝামেলা পরে ছিলো জালে।
আমি ছিলাম ছোট্র খুবই কেউ ছিলো না তার,
জেলের থেকে জামিন করতে ভাঙছি নিজের হাড়।

জেলের থেকে ছাড়া পেয়ে বিদেশ গেছে চলে,
যাওয়ার পরে বন্ধু হলো অনেক দলে দলে।
কারাগারে থাকা কালে কেউ দেখেনি ফিরে,
আমি তখন গিয়ে তারে খবর নিলাম ঘিরে।

বিদেশ গিয়ে টাকা কামায় স্বপ্ন দেখে মোটা,
আমাকে খুব তুচ্ছা ভাবে বেকার করে খোটা।
না দিয়েছে দশটা টাকা না নিয়েছে খোঁজ,
ভাড়া করে গুন্ডা জোগায় হামলা করে রোজ।

কিছুদিনে যাকে আমি উদ্ধার করি বিপদ
সে আমাকে এগিয়ে যাওয়ার বন্ধ করে- পথ।
আমার উপর মিথ্যা একটা মামলা করে নারী
হারুন তাতে তদবির করে মাথায় মারে হাড়ি।

নিজের বিপদ আমার উপর চাপিয়ে দেয় বোঝা,
সে হয়েছে বাপের বেটা আইন বোঝে সোজা।
যোল সালে আমার উপর মারতে করে চেষ্টা।
জাহাঙ্গীর আর মুন্নির মায়ে বড় উপদেষ্টা।

আমাকে সে পুলিশ দিয়ে চালায় নানা জুলুম,
হারুনের ভয় আমার ঘরে না ছিলে যে ঘুম।
আরো কত অত্যাচারে ভাঙে আমার শান্তি,
অন্তর চোখে দেখে কী কেউ ঘটনা কেউ জানতি।

বারো বছর পরে তবে দেশে আইলো ফিরে,
বিয়ে করছে কাল নাগিনী পরের বউকে কেড়ে।
হায়রে আমার মালিক খোদা এই পৃথীবির তরে,
উপকারে অপকার হয় কলিজা দাগ ধরে।

নিজের কথা ভুলে গিয়ে যার উপকার করছি!
তার ভয়ে আজ! বাড়ি ছাড়া হয়ে আমি পরছি।
এমন লোকের থেকে আল্লাহ দাও যে আমায় মুক্তি,
কবুল করো এই ফরিয়াদ কবুল করো ‍যুক্তি।


মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৭

ফুয়াদের বাপ বলেছেন: বাহ! কবিতার ছন্দে পুরো একটা গল্প গেঁথেছেন। কোন কিছু প্রাপ্তির প্রত্যাশায় উপকার করা যেমন ঠিক না তেমনি উপকার যে করে তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকা উচিত।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

এম ডি মুসা বলেছেন: তার থেকে কিছু চাওয়ার ‍নাই উপকারে প্রতিদান খুবই ভয়ংকর

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.