নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষা

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৫

বাংলায় বলি বাংলায় চলি বাংলা আমার ভাষা,
এই বাংলাতে স্বপন আঁকি মাখি ভালোবাসা।
বাংলায় গাহি গান কবিতা বাংলায় লেখি কাব্য,
বাংলা আমার মধুর ধ্বনি তাছাড়া কী ভাববো।

মায়ের থেকে শিখছি কথা কবে শিশু কালে,
মা নাই সদা কথা আছে জীবন চলার তালে।
আমি যখন ইংলিশ বলি বলতে লাগে ত্যক্ত,
বাংলা যখন বলি মুখে কেমন বলি দেখতো?

মায়ের কথা শিখতে কভু বই লাগেনা কারো,
শিশু কালে মা শেখালো বিদ্যা ছাড়া তারো।
মায়ের ভাষার মত এমন ভিন ভাষা কী মেলে,
নিজের ভাষায় উক্তি সহজ মাতৃভাষা পেলে।

নিজের দেশের নিজের ভাষা নিজ পরিচয় আঁকা
চায়না যে জন মানুষ তরে যায় না তারে রাখা।
এই পৃথীবির সকল জাতির মাতৃভাষা যত,
সকল তরে শ্রদ্ধা জানাই হয়ে আমি নত।

লেখা মোঃ মুসা

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ ছবি আপা

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: বেশ সুন্দর কবিতা লিখেছেন।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো লেগেছে। +
অমর একুশের শুভেচ্ছা আপনাকে।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০৪

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার উপস্থাপন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.