নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

চাকরির কোটা

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৩

বাবার সূত্রে চাকরি হয় রে
পোষ্য কোটার জন্য,
তেউল্যা মাথায় তেল দিয়ে যে
তাকে করে ধন্য।


চাষার ছেলে পড়ে কী লাভ
অর্থ করে নষ্ট,
চাকরি বেলায় কোটা ধারীর
সোনার হরিণ পষ্ট।


দুই মুঠো চাল কিনে যে কম
কিনছে পড়ার বই,
চাকরির কোটায় কোথায় তখন
মুখ লুকিয়ে রই।


পড়াশোনা করে কী লাভ
করে এত গরজ,
ঐ ভার্সিটি পড়তে হলে
কে দেয় কোচিং খরচ।


পড়বে শধু কোটা ধারী
চাকরি যখন তাদের,
পড়ে লেখে চাকরি না হয়
মুখ লুকানো স্বাদের।


সবার কী আর অর্থ থাকে
হয় উদ্যোক্তা খাতে,
নারী পুরুষ সমান সুযোগ
বেশি কম কেন তাতে?


পুরুষ কেনে যায় পিছিয়ে
কেমনে আলো জ্বলবে?
কথা ছিলো নারী পুরুষ
সমান তালে চলবে।


সমান সমান চাইযে সুযোগ
গড়তে সোনার দেশ,
নারী পুরুষ একই সাথে
এগিয়ে যাবে বেশ।

ছবি যুগান্তর পত্রিকা

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৭

জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো হয়েছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৪

এম ডি মুসা বলেছেন: এটা হয়তো কবিতা এটা বাস্তবতা ভাই কোটা আর কোটা ভরে গেছে দেশ গোটা

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কোটা প্রথা বিলুপ্ত হওয়ার পথে তো। এ নিয়ে আবার আক্ষেপ কিসের

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩২

এম ডি মুসা বলেছেন: এখনো হয় নাই হবে কিনা আদালত রায় দেয় নায়

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: দ্রোহের গন্ধ বেশ সুন্দর কবি
অনেক শুভ কামনা জানাই

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০০

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ কবি

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৬

ফুয়াদের বাপ বলেছেন: কোটা প্রথা নিপাদ যাক, মেধাবীরা সুযোগ পাক।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৪

এম ডি মুসা বলেছেন: কবে আর ভাই হবে

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪১

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লিখেছেন

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৫

এম ডি মুসা বলেছেন: কবিতার চেয়ে বাস্তবতা বড় কষ্টের

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৪

মোশারফ হোসেন আরমান বলেছেন: কবিতাটি মোর মনে ধরেছে। প্রতিটি কথাই ছিলো সত্য দিয়ে ডাকা

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৬

এম ডি মুসা বলেছেন: কথা গুলো যেভাবেই বলুক এটা বাংলাদেশের একটা সমস্যা

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: যোগ্যতা না থাকলে বাবা, চাচা আর মামা ছাড়া উপায় কি?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৭

এম ডি মুসা বলেছেন: নাই বলেই আজ বলে যাই থকলে আমিও সুবিদা নিয়ে ‍চুপ করে থাকতাম

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: খুবই সুন্দর কবিতা হয়েছে।
পোস্টে লাইক।
শুভকামনা আপনাকে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ ভাই !! লাইক আপনি ছাড়া ্আর কেউ দিলো না আপসোস !!

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: লাইক পেলে ভালো লাগে।তাই বলে না পেলেও আক্ষেপ করবেন না। নিজের স্বভাবসিদ্ধ লেখা লিখে যান। ভালো থাকবেন সবসময় এই কামনা করি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:০২

এম ডি মুসা বলেছেন: তাইতো হয় আর আপনি ও ভালো থাকবেন

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৫

সোনাগাজী বলেছেন:



দেশের শুরু থেকে "চাকুরী সৃষ্টি না করাতে", এখন দুনিয়ার গোজামিল দিচ্ছে মগজহীনরা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:৫৩

এম ডি মুসা বলেছেন: আপনার কথা বুঝা গেল না

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন:



চাকরের পুত চাকর হবে
অবলা নারী হবে চাকরানী
মেধাবীরা মনিব হয়ে
চাকরী দিবে, সেকথাই জানি।
চাকর হতে চায় যে জন
তার মেধাটা কোথায়?
চাকুরী যে প্রদান করে
সে সুরম্য মেধায়।

১২| ০১ লা মার্চ, ২০২৩ ভোর ৪:২৫

কালো যাদুকর বলেছেন: দারুন বিদ্রোহী কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.