নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
বাংলাদেশের পেক্ষপট বর্ণনা
সমাজের লোভী ব্যক্তিদের আচরণ কেমন হতে পারে
মানুষের সাথে সহজে মিশে নিজের আওতায় আনে তারপর নিজের কাজে খাঁটায় । লোভী ব্যক্তিরা নিজেকে খুব বড় মনে করে। অন্য জনের যায়গা ঠেলে খুব মজা পায় । এই ব্যক্তিরা সহজে মানুষের সাথে মিশে এবং সহজে তাদের ভুলে যায় । লোভী ব্যক্তিরা যাকে নরম মনে করে তার উপর জুলুম করে সমাজে বাকি মানুষের সাথে খুব ভালোগিরি দেখায়।নিজের স্বার্থের জন্য নিজের মান ইজ্জত নষ্ট হলে তাদের কিছু যায় আসে না ।তাদের আচরণ ভীষণ জঘন্য তাদের সমাজে প্রভাব বেশি মানুষকে ঠকানো হলো প্রথম কাজ তাও টেকনিক এর মাধ্যমে। কথায় আছে লোভ পাপ পাপে মৃত্যু তবে আসলে তার মৃত্যু আসতে আসতে আরেক জনের জীবন মাটি।
তালে তাল দেওয়া
আপনি যখন করো সাথে কথা বলবেন আপনার সাথে একমত হবে, যখন দূরে যাবেন আপনার বিপক্ষে কথা বলবে!!
বলবে আমি তোমার সাথে আছি। আপনার সাথে যার বিরোধ তাকে বলবে ও তো একটা খারাপ লোক আমি তো আপনার সাথে সাথের লোক। এই ধরণের মানুষ থেকে সাবধান থাকা ভালো।
সমাজে মোড়ল বা গণ্য ব্যক্তি
আপনার কোনো ভালো পদে চাকরি করেন আপনাকে সম্মান দিয়ে কথা বলবে আর যদি আপনি কোনো সাধারণ কোনো কাজে জড়িত আপনার মূল্য তার কাছে একটা বিরক্ত আপনাকে উপহাস করে কথা বলার চেষ্টা করা তার কাজ অথবা ইশার ইঙ্গিত দিয়ে চোখে আঙুল দিয়ে বুঝাবে।
সমাজে ক্রিমিনাল তার কাছে ভালো মানুষের দাম নাই, ভালো কাজের দাম নাই, ভালো কথার দাম নেই ,ভালো তার নিজের হলে দাম আছে। অন্যর ভালো দাম নেই। ক্রিমিনাল আগে যে নিয়মে অপরাধ করতে এখন টেকনিক দিয়ে করে যেন তাকে সমাজে উপরে ভালো থাকে ভেতরে খারাপ কাজের সাথে জড়িত। এমন ভাবে করে কেউ বুঝেতে পারে না তবে আাগে সরাসরি করতে এখন গোপনে
ষড়যন্ত্রে লিপ্ত থাকে। ওই ধরেণের ক্রিমিনাল ভিতরে হচ্ছে যারা গর্তের ভিতরে থেকে মানুষকে ছোবল দেয়। যাদের ধরা সহজ না এদের ভয় পায়না এমন কেউ নাই। ক্রিমিনাল তো সমাজে অনেক চালাক মনে করে পাঁচ ওয়াক্ত নামাজ পরে মানুষের ক্ষতি করে বর্তমানে এরকম ক্রিমিনাল তৈরি হচ্ছে নানা লাইনে ক্রিমিনাল আছে সমাজে যা মানুষের উপর কথা দিয়ে আর কাজ দিয়ে জুলুম করাকে ই ক্রিমিনাল বলে।
সমাজে সাধুজন কেমন আচরণ করে তারা সমাজে চুপচাপ করে বসে থাকে দিন শেষে আপসোস করে আর কিছু করতে পারে না সমাজ টাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মুখ আছে বলার শক্তি নাই সাধু জন অত্যন্ত সাধারণ মানুষ হয়ে থাকে ।
সমাজে দরিদ্র জীবনের মানুষ গুলো জীবন যেখানে যে রকম এটা নতুন করে বলার কিছু নেই তাদের
জীবন গুলোর আশা হলে এদিন বড়লোক হয়ে সব দুখ মুছে যাবে।
সমাজে উচ্চবিত্ত/ ধনী মানুষের আচরণ
সমাজে ধনী মানুষ গুলো নিজেকে মনে করে অন্য গ্রহের মানুষ। গরিব ফ্যামিলি কখনেো মানুষ এক হতে পারে না।
দারিদ্র পরিবার গুলো হলো তাদের চোখে পৃথীবির প্রাণী। তাদের দরদ হলো কাজের চাকর হিসেবে তাদের যতটুকু ভালো জানা যায
১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৪
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ দিয়ে ছোট করত চাইনা যার জ্ঞান যত উন্নত সে তত নিখুঁত ভাবে চিন্তা করে,,, আপনার চিন্তা তেমনই
২| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:০২
বিষাদ সময় বলেছেন: এছাড়া আছে বহুরূপী, প্যারাডক্সিক্যাল ইত্যাদি। সংস্কৃতে একটা কথা আছে "স্ত্রীয়াশ্চরিত্রম দেবা না জানন্তি " আসলে শুথু নারী নয় মানুষের চরিত্রও বোধ হয় দেবতাদেরও অবোধ্য। থন্যবাদ।
৩| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: শিরোনামে সহমত। আরও অনেক শ্রেণীর মানুষ আছে সমাজে, আছে, থাকবে এভাবেই দুনিয়া চলবে।
৪| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আরো কিছু শ্রেণী হয়তো বাদ পরে গেছে।
১৪ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৪
এম ডি মুসা বলেছেন: হয়েতো নানা পরিবেশে নানা রকম মানুষ হয় আমার কাছে যতটুকু জানা ছিলো
৫| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ১১:২৪
রাজীব নুর বলেছেন: আপনি কি রকম মানুষ?
১৪ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৩
এম ডি মুসা বলেছেন: আমার নিজের কথা কি বলবো যে সব মানুষ সমাজে সত্যিকরে ভালো তাদের মুখে যেমন বলে তেমন ,,যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে সে উত্তম ব্যক্তি
৬| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১০:০৭
অনামিকাসুলতানা বলেছেন: ভিন্নতা আছে বলে জগত বৈ চিত্র ময়।
১৪ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৩১
এম ডি মুসা বলেছেন: হাঁ সেটাই সঠিক
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:০০
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি তো The Laws of Human Nature 'লিখতে পারবেন।