নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা আমার স্বাধীনতা

২৬ শে মার্চ, ২০২৩ সকাল ১০:১৯

এই আসমান মেঘে ঢাকা ছিল
ছিল কাল বৈশাখী,
দুশমন ছিল আকাশে বাতাসে
উড়তে পারেনি পাখী।

এই রাত ছিল ঘন আন্ধার
ছিলো না তাঁরার জ্বলা,
এই জনতার মিছে ঘুম ছিল
বাক হীন ছিল গলা।

এসব আমরা কিছু দেখি নাই
জানলাম বই পড়ে,
একাত্তরের বীর বাঙ্গালি
তাইতো ঝাঁপিয়ে পরে।

গাছের যেমন আগাছা জমেছে
বঙ্গে জমেছে খুব,
চুষে খেয়ে যায় দেশের কপাল
তাই থাকে নাই চুপ।

ক্ষুব্ধ হয়েছে যুদ্ধ হয়েছে
লক্ষ জীবন গেলো
তারপর এই জাতির কপালে
স্বাধীনতা ফিরে এলো।

নব প্রজন্ম কেউ দেখে নাই
যুদ্ধ রক্তপাত,
জেনেছি অনেক জীবন হারিয়ে
থেমেছিলে সংঘাত।

আছে চেতনার বুক ভরা শ্বাসে
তোমাদের দেয়া ঋণ,
মনে রেখো তবে তোমাদের কথা
ভুলবোনা কোনোদিন।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২৩ সকাল ১০:২৯

সোনাগাজী বলেছেন:


আমাদের জাতি পাকিস্তানী আমলে সরব ছিলো, এখন অন্ধ, বধির ও বোবা হয়ে গেছে। স্বাধীনতার পর, দেশে ভালো মানুষের চেয়ে ক্রিমিনালদের সংখ্যা বেড়ে গেছে।

২৬ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৩১

এম ডি মুসা বলেছেন: এটা সঠিক কথা জাতি যদি নিজে ভালো না হয় তাহলে কি করে সবদিকে কল্যাণ হবি

২| ২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১৩

জসিম উদ্দিন জয় বলেছেন: সুন্দর কবিতা । আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে মুক্তিযুদ্ধের চেতনায়

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৬

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ ডিয়ার শ্রদ্য়ে

৩| ২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৭

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ নুর ভাই

৪| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ! এটা তো চমৎকার লিখেছেন।

থেমেছিলে, নাকি থেমেছিল হবে?

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৩

এম ডি মুসা বলেছেন: শ্রদেয় কেমন আছেন আমার কবিতা পাঠ করার জন্য অনেক ভালো লাগলো

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৪

এম ডি মুসা বলেছেন: আপনার টাই সঠিক হবে হয়তো আমার টা ভুল হতে পারে বাট সঠিক জানা নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.