নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি আসছে ওই

০২ রা এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৩

ভাঙবে নাকি মেঘের বাড়ি মারবে নাকি জলের চাক,
ভিজবে নাকি সারা শরীর কলমি লতার পুরো ভাগ।
রোদ অবেলায় ঘোমটা দিয়ে বসে গেছে পিরিতে,
গাল থুবড়ে বমি করবে এই সুযোগে মেঘ জিতে।

করবে নাকি অগোছালো ওই গোছানো পথের ঘাট,
ভাঙবে নাকি ভিড় জনতা গগন তলে খোলা হাট।
ধুইবে নাকি অঙ্গ খানি বৃক্ষ লতার ভিজিয়ে,
ধরবে নাকি নামিয়ে দেবে উঁচু নীচু যে দিয়ে।

ঠাণ্ডা বাতাস ছুড়ে মেরে মারলে পরে জলের চাক,
ভেটকি মারে লাফিয়ে ওঠে সবাই বলে মেঘের ডাক।
ধুইবি যখন মাটি ঘাঁটি বৃক্ষ লতার সকল গাঁ,
আরো ধুয়ে দিয়ে যা তুই ওই রূপসীর ধবল পা।

আয়রে এবার রিমঝিমিয়ে ঝর ঝরিয়ে ঝরে যা,
অবুঝ শিশুর হাসির সাথে পা দু খানি ধুয়ে যা।
ধুইবি যখন এত কিছু বৃক্ষ লতার মাটির গাঁ,
মনের ভেতর কলুষতা মানুষ গুলোর ধুয়ে যা।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২৩ সকাল ৭:১৯

রানার ব্লগ বলেছেন: মেঘ বমি করবে তার ফলাফল বৃষ্টি?! ওরে বাবা!!

২| ০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.