নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ইদ মোবারক ইদ

২২ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:১২


সব অভিমান কেটে যায় দূরে ময়দানে গিয়ে করি সমবেত
যত দুশমন গলাগলি করি কোলাকোলি করি,
একে অপরের স্বার্থ থামিয়ে মুছে যায় মনে জিদ
সকলের তরে জানাই সালাম ইদ মোবারক ইদ.......

আজকে আমার জবান খুলেছে চোখের পর্দা আজই খুলছে
আকাশ বাতাস উল্লাসে নামা শিশু কিশোরের দলে
চলছে ইদের নামাজ পড়তে কুড়িয়ে আনতে হিত
সকলের তরে সকলে জানাই ইদ মোবারক ইদ

নয় ঠুলাঠুলি দ্বন্দ্ব ঘাতের মিটে যাবে তার ইদ ময়দানে
হাসি মুখে মোরা বাড়ি ফিরে যাবো মানুষে মানুষে বন্ধনে হব প্রীত
সকলের তরে সকলে জানাই ইদ মোবারক ইদ।

দিয়েছি ফিতরা দিয়েছি যাকাত গোপন হস্তে করি মোলাকাত
গরিব দুঃখীরে জানাই সালাম সকলের তরে তরে
ছোট বড় আজ আনন্দ নিয়ে গেয়েছে ইদের গীত.......
সকলের তরে সকলে জানাই ইদ মোবারক ইদ

ধনী কে গরিব কে বা মুসাফির জাতি জ্ঞাতি নাাই ভিন্ন
এক হয়ে গেছি সবখানে আজ ইদ ময়দানে করে দিয়ে সব ছিন্ন
মানুষে মানুষে জেগে উঠতেছি নাই চোখে কারো নিদ
সকলের তরে করি মোবারক ইদ মোবারক ইদ

মেহদী হাতের শিল্প নকশা রমণীর হাতে হাতে
কিশোর কিশোরী সতেজ মেজাজে মেতে আছে যেন তাতে
নতুন পোষাকে গন্ধ লেগেছে মাতোয়ারা মনে স্মিত
সারা ঘর যেন আলোকিত আজ ইদ মোবারক ইদ
মোঃ মুসা

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
ঈদ মোবারক।

২২ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ ইদ মোবারক

২| ২২ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১৮

বিটপি বলেছেন: ঈদ বানান ভুল লিখেছেন। সঠিক বানান জানতে এই ব্লগের ব্যানারটি দেখুন।

২২ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

এম ডি মুসা বলেছেন: আমি ঠিক মতো লিখছি এত ঈদ মোবারকের মাঝে ইদ লেখার মানে ভুল হতে পারে না আপনার চিন্তা করা উচিত ছিলো.....।বিষয়টা একটু গুগল সার্চ দিয়ে দেখা উচিত যে আমার মন্তব্য টা করার আগে ........আশা করি বুঝতে পারছেন

৩| ২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ঈদ মুবারক।

৪| ২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫১

বিটপি বলেছেন: আপনি ছাড়া বাকি সবাই ঈদ বানান একরকম লিখেছেন। তারা কি ভুল লিখেছেন। গুগল সার্চ আপনি দিয়ে দেখেন। সেখানে কয় জায়গায় আপনি হ্রস্ব ই কারে ঈদ লেখা হয়েছে আর কয় জায়গায় দীর্ঘ ঈকারে লেখা হয়েছে, সেটা জানান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.