নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
মন্ত্রী সাহেব এইযে /নিজের সন্তান/ বিদেশ পড়ান,
কোথায় যাচ্ছেন স্যার, /আরে একটু দাঁড়ান।
দেশের শিক্ষা ব্যবস্থা/ এতোটা খারাপ-নাকি?
দেশের পড়ার প্রতি/ কেনো যে আস্থা হারান?
এমপি সাহেব এইযে /কেনোই সন্তান/ বিদেশ পড়ান
দেশের শিক্ষা ব্যবস্থা/এতোই-খারাপ নাকি?
আপনি দেশের নেতা- অর্থ সম্পদ অনেক
অর্থযে আমার নাই/ তাই দেশে পড়ে থাকি।
দেশের টাকায় গিয়ে/ এখন বিদেশে/ সন্তান পড়ান
দেশে আইসা সন্তান যে/ বাংলা বলতে পারেনা
বাবার ভোট চাইতে/ ধোঁকা ধোঁকা খেয়ে বসে
আমার বাবা এমপি/ হলে আমি পড়তাম।
১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৮
এম ডি মুসা বলেছেন: আসলেই সঠিক শ্রদ্ধেয় ভাই আমার
২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৩
সোনাগাজী বলেছেন:
দীপুমণির বাচ্চারা কোথায় পড়ছে?
৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিচ্ছুই বলা যাবে না
১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৯
এম ডি মুসা বলেছেন: আসলেই আমি বলতে চাই নাই, ঠুস করে মুখ থেকে কিছু বেরিয়ে গেছে থুক্কু আর বলব না
৪| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৬
সোনাগাজী বলেছেন:
নওফেলের বাবা চট্টগ্রাম পোর্টের মাফিয়া ছিলো; নওফেল পড়েছে বিদেশে, ১ম চাকুরী এমপি ও উপমন্ত্রী।
১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫১
এম ডি মুসা বলেছেন: গাজী সাহেব কিছু বলার নেই! আমি নতুন প্রজন্ম! দেশকে ভালবাসি দেশ আমাকে চিনে না।
৫| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৯
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার।
১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫২
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ আপনাকে উৎসাহিত মন্তব্য পাইয়া খুশি হয়েছি।
৬| ১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০১
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: গাজী সাহেব কিছু বলার নেই! আমি নতুন প্রজন্ম! দেশকে ভালবাসি দেশ আমাকে চিনে না।
এমপি'রা, মন্ত্রীরা, নিজের সংসদীয় এলাকার মানুষদের চেনে না, এরা নিজের কিংবা ক্যাডারদের ভোটে ( সিলমারা ভোট )নির্বাচিত হয়।
১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
এম ডি মুসা বলেছেন: আর কি করার!
৭| ১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
১৯৯২ সালে বেসরকারী বিশ্ববিদ্যালয় তৈরি করে দেশের শিক্ষার ১২ টা বাজিয়ে দেয়া হয়েছে।
এখন দেশে শত খানেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়।
এরা এক ধরনের রক্ত চোষা জীব।
শিক্ষার্থ ও অভিভাবকদের রক্ত চুষে খাচ্ছে।
আাফসোস!
১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
এম ডি মুসা বলেছেন: কিছু বলার নেই
৮| ১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রজাতন্ত্রের প্রজাদের কাজ হলো খাজনা প্রদান।
আপনার সুক্ষ্ণ রসবোধে আমি বিমগ্ধ!
বড়ই আচানক ঘটনা!।
৯| ১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৭
বিজন রয় বলেছেন: ৭১ এর সেনাদের যেভাবে জাগতে বললেন সেভাবে কি আর তারা জাগবে?
তারাও এখন বিভিন্ন দলে-উপদলে বিভক্ত।
তারাও এখন রাজনীতির ব্যবসার সাথে জড়িত।
কবিতার আহ্বান ভালো লাগল।
স্বপ্ন দেখতে দোষ নেই।
১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
এম ডি মুসা বলেছেন: স্বপ্ন দেখতে দোষ নাই
১০| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
এম ডি মুসা বলেছেন: স্বাধীনতার সুফল মানুষ পাচ্ছেন না কেন মাগো
একাত্তরের সৈন্য সেনা আবার তোমরা জাগো...
মাগো আবার তোমার জাগো....
পদে পদে হেনস্থা মা দুঃখে ভরা ঘোর,
এতো আলো পুব আকাশে পাইনা খুঁজে ভোর
মাগো পাইনা খুঁজে ভোর,
কী! অধিকার লুণ্ঠন হলো কিছু হলো নাগো,
রক্ত ভেজা আসাদের শার্ট রক্তে ভেজা আজো,
ভুলে গেছে তোমায় যারা? নেই কোনো এক লাজো!
চেতনা তার মুখে বলে কাজের হচ্ছে ফাঁকি,
আজো কেনো দুঃখ নিয়ে আমরা পড়ে থাকি।
সব অধিকার দিতে সবার উঠে আবার লাগো
মাগো তোমার সৈন্য সেনা কোথায় বলো মাগো?
একাত্তরের সৈন্য সেনা আবার তোমরা জাগো...
ছন্দ: স্বরবৃত্ত
আমার লেখা একটি গান,
১১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৩
কালো যাদুকর বলেছেন: সুন্দর কবিতা।
এদের ছেলেমেয়েরা বিদেশে পড়তে যায়, তবে সেখানে ঠিকই নিয়ম কানুন চলতে হয়। আমার প্রশ্ন হল, এতো দুর্নীতি করে বিদেশে যেয়ে এদের কি করে চলে। বিদেশেতো আর দুর্নীতি চলে না।
একাত্তরের সৈন্য সেনা আবার তোমরা জাগো...
মাগো আবার তোমার জাগো.... গানটি কি রেকর্ড করা হয়েছে?
২৫ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:২২
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়
১২| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কিছুই বলা যাবে নারে ভাই ---- যাইহোক বিসিএস পরীক্ষা ভালো করে দেন। আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করেন। অনেক অনেক দোয়া রইলো।
২৫ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:২২
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় আপু
১৩| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৮
সোনালি কাবিন বলেছেন: বাস্তবতার সুচারু প্রকাশ।
২৫ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:২২
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৪| ১৯ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৪৮
alicebobby বলেছেন: আকর্ষণীয় নিবন্ধ আরো পোস্ট রাখা! https://buildnowgg.io
১৯ শে মার্চ, ২০২৪ রাত ৯:২১
এম ডি মুসা বলেছেন: আমি গেমস খেলি না
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রজাতন্ত্রের প্রজাদের কাজ হলো খাজনা প্রদান।