নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

কুসংস্কার

২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৬

গ্রামের নাম শশীভূষণ এটা চরফ্যাশন ভোলায়। চর এলাকায় বললে ভুল হবে কারণ ইতিমধ্যেই নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছে।বন্যা কবলিত ভোলা জেলা হলেও মাঝামাঝি আমাদের গ্রাম হওয়ায় বন্যার প্রকোপ নেই বললেই চলে।
সাধারণ জোয়ারে তলিয়ে যায় নিম্ন ভূমি আর সমতল ভূমি ভোলা জেলার স্থান। দিনে দিনে শিক্ষার হার বেড়েছে। আমাদের এলাকায় তবে ১০০% শিক্ষায় শিক্ষিত নয়! সমাজে এক শ্রেণীর মানুষ এখনও কুসংস্কার বিশ্বাসী।

একটা সত্য বাস্তব ঘটনা উল্লেখ করলামঃ ঘটনা নাম্বার ( ১)সালাম সাহেব দীর্ঘ দিন সৌদি আরব ছিলেন এমনকি তিনি সন্তান জন্ম দিয়ে বিদেশে গেছেন, এসে দেখেন বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। সালাম সাহেব সারা জীবন এইভাবে বিদেশে কাটিয়ে দিলেন, সালাম সাহেব হঠাৎ একদিন বিদেশে অসুস্থ হলেন বিদেশ থেকে বাসায় আসলেন। স্ত্রী ছিলেন কুসংস্কার তাবিজ, খনকার,আর জীন পরী সাধুবাবা বিশ্বাসী তার তদবির করা শুরু করলেন।
ভোলা জেলার যত খনকার আছেন সবাইকে তিনি দেখালেন, কোন উন্নতি নেই পরে কোন কাজ হয়না। তারপর তারে ঢাকা মেডিকেল ভর্তি করে সর্বশেষ তখন তার অবস্থা খুবই করুণ। অতঃপর পরীক্ষা নিরীক্ষা শেষে জানতে পারে তার ব্লাড ক্যান্সার হয়েছে তারপর তার এত খারাপ অবস্থা আর কোন উপায় নেই।
ডাক্তার জিজ্ঞেস করল এত দেরী করে আনছেন কেন? উত্তর দিতে পারেন নাই । সালাম সাহেব পরিবার তাকে খনকার, তাবিজ কাছে থেরাপি দিতে দিতে শেষ সময়ে পৌঁছে গেছেন। এই কুসংস্কারের জন্য লোকটার সঠিক চিকিৎসা পথে গেলো না


ঘটনা নং( ২) বাড়ির পাশের সিরাজ মিয়ার অভাব পড়েছে বাড়ি ছেড়ে চলে গেছেন ঢাকা।
তার বাড়িতে রেখে গেছেন তার ভায়রা নাম মাজেদ।
সে আসছে মনপুরা থেকে! বেশ কিছুদিন গেলো তার কোন কাজকর্ম না থাকায় ভাত খেতে কষ্ট হয়ে যায়।
নিজের নাম বদলে রাখে মুন্না ভাই! তার বয়স ৪৫ হবে তখন।
মাজেদ কোন একটি নতুন বুদ্ধি বের করে সে কিছু তাবিজের বই কিনে রাতে পরী আনে বলে গুজব ছড়িয়ে দেয়। অতঃপর অনেক মানুষ আসে আমিও যাই কিছু বুঝতে পারছি না। মাজেদ তারপর পরীর আদেশ মোতাবেক তাবিজ তুমার পানি পড়া দেয় মানুষ ভালো হয়। দিনে শত মানুষ আসে চিকিৎসা সেবা নিতে তাবিজ তুমার পানি পড়া আর রাতে পরীর কাছে। এলাকার মানুষ সবাই তাকে বিশ্বাস করে এবং তার কাছে যায়।মাজেদ এর এখন ভালোই ইনকাম চলছে! নানা মহিলা আসে আমি একদিন তার কাছে বসছি আসলেই কি ঘটেছিল!! ঘটনা পরী আসলে মাথা নাড়ায় তারপর ঝিমিয়ে যায় বাতি নিভিয়ে মানুষ প্রশ্ন উত্তর দেয়। দিনে চিকিৎসা দেয় মাজেদ আর রাতে পরী আনে।

এইভাবে দূর থেকে মানুষ আসে একদিন আমি তাবিজ দেওয়ার সময় কাছে বসি। এছাড়াও আমি দেখেছি বহু মহিলা আসছে তার জামাইকে বধ করতে আসছে মাজেদের কাছে মনে মনে ভাবি এদের নিয়ে সংসার করে মানুষ। মাজেদ সাহেব আজব কাণ্ড দেখেছি সুন্দরী মেয়ে বা মহিলা হলে একটু হাতে দিয়ে শরীর মুছে দেয় চাপ টাপ ও দেওয়া শুরু করলো।

আমাকে আবার মাজেদ ভালো জানতো তাই সে আমার সামনে কাজ করছে । তখন এই ঘটনা পরে আমার সন্দেহ হয়। একদিন এক মেয়ে নিয়ে ভাগছে নিজের দেশ মনপুরা মাজেদ তার সংসারে ছেলে মেয়ে ছিল, এক অবিবাহিত মেয়ে নিয়ে মনপুরা ভাগছে।
মেয়েকে উদ্ধার করে ফেমিলি তারপর আর এই আমাদের এলাকায় (চরফ্যাশন) আসতে পারে নাই মাজেদ।

ঘটনা (৩) বাড়ির পাশের মাজেদ ভক্ত মাজেদ চলে যাওয়ার পর, ফজিলত আপা কাছে এখন নিয়মিত পরী আনে দুই বছর ধরে ভক্ত হিসেবে তাকে নাকি পরী দিয়ে গেছে।
এলাকার লোক সকাল সন্ধ্যা তার বাড়ি আসল ব্যাপার হলো তিনি ও এখন আলোড়ন সৃষ্টি কারী খনকার।
ফজিলত আপার পরে আরো কিছু আছে যেমন হানুর বউ, আরো আশেপাশে সোহাগের মা খনকার কাজ করেন তবে সেটা বেশি সুপরিচিত নয় আলোড়ন নয়। ফজিলত আপার
মজার ব্যাপার হলো ফজিলত আপার আট সন্তানের মা সবাই বেঁচে আছে। এবং ফজিলত আপার ঘরে দশ সদস্যের একজন হলেই ফুটবল টিম তৈরি হয়ে যাবে।

ঘটনা (৪) মাজেদ যে বাড়ির ছিল সে বাড়িতে আরেক খনকার আসে নাম দিদার সাহেব।
বহুদিন তাবিজ,তুমার দিয়ে মানুষের কাছে লাখ লাখ টাকা ছিনতাই করে। মাঝেমধ্যে তার ভক্তদের রোগীর গালি গালাজ করতে ও দেখেছি। আসল কথা হলোঃ আমাদের এলাকায় ৯৯% লোক এই তাবিজ তুমার বিশ্বাস এবং জীন পরীদের বিশ্বাস আসলেই এটা আপনার কত্টুকু বিশ্বাস হয়??
আমি অনেকে বুঝাতে চেষ্টা করছি এসব ভণ্ডামি কিন্তু কাজ হয়না আমাকে উল্টা কটু কথা শোনতে হয়!!

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫২

সোনাগাজী বলেছেন:



এটা তো আসল চর! ওখানে স্কুল, কলেজ আছে?

২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২০

এম ডি মুসা বলেছেন: গুগল সার্চের দেখতে পারেন!

২| ২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৪

নয়ন বড়ুয়া বলেছেন: আমি এইসবে বিশ্বাস করিনা...
বিশ্বাস না করার অনেক কারণ এবং যুক্তি আছে। এগুলোতে যদি সত্যিই কাজ হতো, তাহলে আজ বাংলাদেশের ক্ষমতায় আমি-আপনি হতাম...
পুতিন কিংবা জো বাইডেন অথবা কিম জং যেকেউ সারা পৃথিবী শাসন করার জন্য এগুলো করতে...
তাই এইসবে আমার বিশ্বাস নাই।

২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২২

এম ডি মুসা বলেছেন: রাইট

৩| ২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৬

সোনাগাজী বলেছেন:


আগামীতে আপনার পোষ্ট না'পড়ে, পোষ্টের শিরোনাম দিয়ে গুগলে চার্চ করবো।

২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৫

এম ডি মুসা বলেছেন: আমাদের এখানে ওয়াইফাই আছে! ঘরে ঘরে! আমার বাসার পূর্ব পাশের ৬০ একর সরাসরি জমি এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব পাস হয়েছে! শশীভূষণ তিন নং ওয়ার্ড ২ টি কলেজ একটা বালিকা বিদ্যালয় একটি মহিলা মাদ্রাসার, একটা ক্যাডেট স্কুল এন্ড কলেজ, একটা দাখিল মাদ্রাসা, একটা নিন্ম মাধ্যমিক একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাব রেজিস্ট্রার অফিস, থানা, এছাড়া খামার বাড়ি ভ্রমনের স্থান,
এবার আসেন চরফ্যাশন এলাকায়, চরফ্যাশন একটি সরকারি কলেজ একটা বালিকা বিদ্যালয়, একটা শিশু পার্ক, একটা জ্য জ্যাকব টাওয়ার, উপজেলা কাছাকাছি ইংলিশ মিডিয়াম স্কুল, এবং অসংখ্য মাধ্যমিক বিদ্যালয় একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়।

২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৭

এম ডি মুসা বলেছেন: উপজেলা ভিত্তিক বর্তমানে এখানে সরকারী বেসরকারী প্রাথমিক হতে স্নাতক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

কলেজ - ৬টি
মাধ্যমিক স্কুল - ২৬টি
নিম্নমাধ্যমিক স্কুল - ২২টি
মাদ্রাসা - ৭০টি
প্রাথমিক বিদ্যালয় (সরকারি) - ২১২টি
প্রাথমিক বিদ্যালয় (বেসরকারি) - ৭৭টি
এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান

৪| ২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: কুসংস্কার গুলো দূর করতে হলে এদেশে মোল্লাদের উপর সেংশন দিতে হবে। কিন্তু সেটা এদেশে সম্ভব না। কারণ ওরা জিহাদ ঘোষণা করবে।

২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৬

এম ডি মুসা বলেছেন: হয়তো

৫| ২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৭

রোকসানা লেইস বলেছেন: লালসালু এখনও চলছে।
শুধু গ্রাম নয় শহরের মানুষও কুসংস্কার বিশ্বাস করে।

২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭

এম ডি মুসা বলেছেন: সৈয়দ অলিউল্লাহ লালসালু মত

৬| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: আমি কখনও ভোলা যাইনি।
বরিশাল পর্যন্ত গিয়েছি। একবার যাবো। নিজ চোখে দেখে আসবো।

২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৬

এম ডি মুসা বলেছেন: ভোলা আসার জন্যে আপনি সদরঘাট লঞ্চ থেকে বেতুয়া লঞ্চ চড়বেন! তারপর চরফ্যাশন

৭| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৮

শেরজা তপন বলেছেন: খুব সহজ সরল ভাষায় লিখেছেন এবং বিষয়বস্তু ভাল কিন্তু লেখাটা ভাল করে রিভাইস করে দাড়ি-কমা দিয়ে একটু নিজে পরে বুঝে দেবার অনুরোধ রইল।
আপনি লিখেছেন; ( ১)সালাম সাহেব দীর্ঘ দিন সৌদি আরব থাকতেন এমনকি তিনি সন্তান জন্ম দিয়ে বিদেশে গেছেন এসে দেখে বিয়ে দেওয়ার উপযুক্ত সালাম সাহেব সারা জীবন এইভাবে বিদেশে কাটিয়ে দিলেন!
এখানে অনেকগুলো শব্দ অনুপস্থিত বা এলোমেলো থাকার কারনে পাঠকের বুঝতে সমস্যা হয়।
( ১)সালাম সাহেব দীর্ঘ দিন সৌদি আরব থাকতেন (সৌদি আরবে ছিলেন)। এমনকি তিনি সন্তান জন্ম দিয়ে বিদেশে গেছেন এসে দেখে বিয়ে দেওয়ার উপযুক্ত (বিদেশে গিয়ে ফিরে এসে দেখেন তারা বিয়ে দেয়ার উপযুক্ত হয়ে গেছে।) সালাম সাহেব সারা জীবন এইভাবে বিদেশে কাটিয়ে দিলেন!
* আমি আপনার লেখায় ভুল ধরার ধৃষ্টতা দেখানোর জন্য ক্ষমাপ্রার্থী। কিন্তু লেখাটা পড়তে গিয়ে বিরক্তবোধ করার জন্য এই আকামটুকু করলাম।

২১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৬

এম ডি মুসা বলেছেন: আমি গল্প বা বড় লেখা লেখি কম তাই এমন হয়েছে ধন্যবাদ ঠিক করে নেওয়া চেষ্টা করব

৮| ২০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আপনি তো মোটামুটি পুরাতন ব্লগার। দারুণ সচেতনতামূলক বিষয় নিয়ে পোস্ট করেন। তাও অনুরোধ থাকবে, লেখা পোস্ট করার পর নিজে একটু পড়বেন। অনেকগুলো বানান, স্পেস, ওয়ার্ড মিসিং এ কিছু কিছু জায়গায় লেখা পড়তে ও বুঝতে সমস্যা হয়েছে।

২১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৭

এম ডি মুসা বলেছেন: ঘষামাজা করতে পারি নাই এমবি ছিল না ভাই, তখন দুঃখিত

৯| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৭

সোনাগাজী বলেছেন:



এখন আপনি কথা বলেছেন; ব্লগারের কথা ও গুগলের মাঝে পার্থক্য হলো, ব্লগারেরা ব্যাখ্যা করতে পারেন।

২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৮

এম ডি মুসা বলেছেন: বুঝতে পারছি

১০| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৫

কামাল১৮ বলেছেন: কুসংস্কারে প্রধান উৎস হলো ধর্ম।মানুষ যুক্তি সহকারে চিন্তা করতে শিখলে কুসংস্কার অনেক কমে যাবে।

১১| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: পাঁচমেশালি কুসংস্কার তো বটেই।

২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭

এম ডি মুসা বলেছেন: জ্বী দাদা এমনটাই

১২| ২১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আগের তুলনায়ে দেশে এখন কুসংস্কার কিছুটা কমেছে।

২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৫

এম ডি মুসা বলেছেন: আমাদের এলাকায় কমে নাই,

১৩| ২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২০

বিজন রয় বলেছেন: অনেক শিক্ষিত মানুষ আছে যারা এখনো কুসংস্কারে বিশ্বাস করে।

২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৮

এম ডি মুসা বলেছেন: এটাই সমস্যা

১৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৭

আবদুল্লাহ মুনতাসিন বলেছেন: শশীভূষন আমার বাসার কাছাকাছি'ই। বরিশালের মধ্যে ভোলা জেলাটা একটু বেশি কুসস্কারাচ্ছন্ন মনে হয়। পটুয়াখালীর মানুষ একটু খোলা মনের দেখেছি।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৫

এম ডি মুসা বলেছেন: আচ্ছা! ভাই আপনি এইসব নাম দেখে এলাকাবাসী বলে দিয়েন না ওরা আবার ভাববে তাদের অনেকে বড় ক্ষতি করছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.