নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
হয়তো তাকে মনে পড়ে
ভীষণ ভাবে মনে পড়ে,
সে আমাকে মনে নেয়না
এটা ভেবে ভুলে থাকি।
ভুলে যাওয়ার কথা ধরে
নিস্তব্ধতা সাথে করে
অভিমানকে ভানে রাখি।
হয়তো এত সহজ নয় সে
যত সহজ প্রথম ছিলো,
আমি তাকে শক্ত করে
নরম করার স্বপ্ন গোনি।
এক জীবনে কি আছে আর
মন বদলের ইচ্ছার চেয়ে,
একে ওকে মন না দিয়ে
এরচেয়ে তাই একা থাকা
অনেক ভালো!
২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৪
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ আপনাকে, শীতের এক মাঠ সরিষা ফুলের শুভেচ্ছা
২| ২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: লিখতে থাকুন আরও ভাল হবে।
২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩০
এম ডি মুসা বলেছেন: চেষ্টা তো আছেই! বেশি ভালো লিখলে আবার লেখা চুরি হয়ে যায়
৩| ২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভবিষ্যতে আরও ভাল হবে, চলতে থাকুক।
২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩১
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ মাইদুল সরকার ভাই
৪| ২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২২
বিজন রয় বলেছেন: কবিতায় কষ্ট কষ্ট একটা ভাব আছে।
ছোট লাইনে ভাল লিখেছেন।
২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৮
এম ডি মুসা বলেছেন: আধুনিক বর্তমান কবিতার ছন্দে এই রীতিটা গ্রহণযোগ্য
আবু হাসান শাহরিয়ার এর কবিতা,
তোমাকে লিখি/ তোমাকে লিখি/ করে
কিছু টা লিখে /পুরোটা ছিঁড়ে/ ফেলি,
তোমাকে ছাড়ি/ তোমাকে ছাড়ি/ করে
কিছুটা ছেড়ে/ পুরোটা ধরে/রাখি...
কবিতার কঠিন শব্দ ব্যবহার করলেই হয়না
পাঠক এবং মন হৃদয় আকৃষ্ট করার জন্য সহজ সাবলীল লিখে
করা যায়
৫| ২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১০
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...
২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৮
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ বড়ুয়া ভাই
৬| ২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৪
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সহজ সরল ভালোবাসার প্রকাশ। সুন্দর।
২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৯
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭| ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: "আমি তাকে শক্ত করে নরম করার স্বপ্ন বুনি " লাইনটা অসাম।
২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০২
এম ডি মুসা বলেছেন: এমনটা হয়েছে আমার লাইফে, একটা মানুষ কে আমি হার্ড করে ফেলেছি!
তবে সে আগের মত নেই, ৫ দিন আগে ফোন দিয়েছে! আজ পর্যন্ত আর খবর নেই।
৮| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
তাকে মন দেয়াই ভালো
২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩১
এম ডি মুসা বলেছেন: ছবি আপা এক ক্ষেত সরিষা ফুলের শুভেচ্ছা
৯| ২৪ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৩
এম ডি মুসা বলেছেন: কিন্তু আমার মনটা খারাপ, মানুষটি আমাকে বেশি পাত্তা দেয় না, আজ মেসেজ দিয়েছ তার পরীক্ষা তাই বিজি!
১০| ২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯
মায়াস্পর্শ বলেছেন: মনের দেওয়া নেওয়া বড় অদ্ভুত খেলা।সুন্দর লিখেছেন ।
২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৪
এম ডি মুসা বলেছেন: কি করবো আর, বুঝেন তো ব্যাপারটা! নারী তোমাকে ভুলে থাকতে না পারি
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ বেশ প্রেমময় কবি দা
ভাল থাকবেন---------