নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

সেই তুমি

২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২০


কে এলো এই ভাঙা বেড়ার ফাঁকে;
কে জানে তার কি ছিলো সেই মনে,
চলে যাওয়ার পরে কি আর থাকে
হোঁচট খাচ্ছি স্মৃতির আলিঙ্গনে।

মাঝখানে খুব হা করা এক নদী
দাঁড়িয়ে আছে এপার ওপার ফারাক,
ভাঙলে কেনো বুকের যায়গা জমি
চাইনি আমি এভাবে আর -যাক।

থমকে গিয়ে হঠাৎ করে দেখি
মিছে নদীর ভরাডুবির পাড়ি!
মিথ্যা হলাম স্রোত জলের মেকি
ভেঙেচুরে রাস্তা গেলে ছাড়ি।

হয়তো গেছে আমার মস্ত ভুলে
সরে গেছো কি বুঝে সেই তুমি,
মিথ্যে যে নয় ছলাকলার মূলে
অযোগ্য তার কেবল আমার আমি..

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার আপনার কবিতার বুনন।

কয়েকটা বানান ভুল আছে, দেখে নেবেন।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৪

এম ডি মুসা বলেছেন: আচ্ছা।

২| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:


ভোলাতে নদী নেই, মনে হয়; আছে সাগর, একবার কুল ভাংলে, উহার দেখা আর মিলার কথা নয়।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৪

এম ডি মুসা বলেছেন: মেঘনা নদী আছে , জনাব , এইখানে জন্ম গ্রহণ করেছি
কপালে আছে এই খানে! তবুও অনেক ভালবাসি আমার মাতৃভূমি কে

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৩

মায়াস্পর্শ বলেছেন: ভাল লিখেছেন।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫০

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ! একটা কি দেবো! দুই চারটা যা লাগে নেন।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: এখন কি বেড়ার ঘর আছে।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩০

এম ডি মুসা বলেছেন: মনের ভেতর অনেক ভাঙা বেড়া আছে! আগে মানুষের ঘরের বেড়া ভাঙা ছিল এখন মনের ভেতর ভাঙা বেড়া অবস্থা অনেক

৫| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৪

করুণাধারা বলেছেন: আপনার কবিতা প্রথম পড়লাম। খুব ভালো লাগলো কবিতা!

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩১

এম ডি মুসা বলেছেন: শ্রদ্ধেয় আপা ভালো লাগলো জেনে আমার ও ভালা লাগছে! এক মাঠ সরিষা ফুলের হলুদ রঙের শুভেচ্ছা

৬| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৯

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩২

এম ডি মুসা বলেছেন: দশ ,বিশ টা ধন্যবাদ আপনাকে! একটা ধন্যবাদ সবাই দেয়।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ৩:০১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মাঝখানে খুব হা করা এক নদী

লাইনটা ভালো লেগেছে। কবিতায় ভালোবাসা

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৩

এম ডি মুসা বলেছেন: ভাঙা বেড়ার পাশে থেকে! শুভেচ্ছা।

৮| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চারটি প্যারাই কিন্তু দারুন লিখেছেন। বাক্যগঠন মজবুত।

চাকুরীগত কারণে কাজ মনিটরিংএর জন্য ভোলায় আমি গিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে ভোলার পানি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভালো। আমি ২ বার করে গোসল করতাম। আর দেশী মাছ। অসাধারণ।
ভোলাকে নিয়ে আপনি অনেক লিখতে পারেন।

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৭

এম ডি মুসা বলেছেন: কী জবে আছেন আপু আপনি?

৯| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১০| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩২

বিজন রয় বলেছেন: অনেক ভালো লাগল।
+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.