নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
চরফ্যাশন জ্যাকব টাওয়ার এবং খাস মহল জামে মসজিদ
স্বাধীনতা জাদুঘর ভোলা ভোলা জেলার পূর্ব নাম দক্ষিন শাহবাজপুর । দ্বীপটি ১২৩৫ সালে তৈরি হওয়া শুরু হয়েছিল এবং এই এলাকায় চাষাবাদ শুরু হয়েছিল ১৩০০ সালে। ১৫০০ সালে পর্তুগিজ এবং মগ জলদস্যুরা এই দ্বীপে তাদের ঘাঁটি স্থাপন করে। শাহবাজপুরের দক্ষিণাঞ্চলেও আরাকান ও মগ জলদস্যুরা তাদের ঘাঁটি স্থাপন করে।
শিক্ষাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি বেসরকারি মোট ২১ টি কলেজ রয়েছে। ১১৭টি মাধ্যমিক বিদ্যালয় সহ অসংখ্য দাখিল মাদ্রাসা রয়েছে।
ভোলা জেলায় মোট ৭টি উপজেলা রয়েছেঃ
চরফ্যাশন, মনপুরা, তজুমদ্দিন, বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহনে।
চিত্তাকর্ষক স্থানঃ
সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক
জ্যাকব টাওয়ার
তারুয়া সমুদ্র সৈকত
বোরহানউদ্দিন চৌধুরীর জমিদার বাড়ি।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যারা জন্ম গ্রহণ করেছেন ভোলাঃ
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল
নাজিউর রহমান মঞ্জুর- মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ
তোফায়েল আহমেদ
মোশারেফ হোসেন শাজাহান
অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
নলিনী দাস (ব্রিটিশ বিরোধী বিপ্লবী)
আমিনুল হক (ফুটবলার)
সাঈদ বাবু (অভিনেতা)
ছোট পর্দার (অভিনেতা) তৌসিফ)
কবি নাসির আহমেদ (বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত)
কবিতার কথায় কিছু বলি
ভালোবাসি দেশ ভালোবাসি মাটি,
ভালোবাসি আমি যেই পথে হাঁটি।
সবুজ শ্যামলে প্রকৃতির কোলে,
নয়নাভিরাম লাবণ্য দোলে।
বুক ভরা শ্বাস নিয়ে নিঃশ্বাস
মাঠ কথা কয় গগন খোলায়,
চারদিকে নদী ফসল অবধি
জন্ম দ্বীপের মাগো যে ভোলায়।
ভালোবাসি মাঠ ভালোবাসি পথ
ভালোবাসি এই দেশ,
ভালোবাসি এই মেঘনার কোলে
গড়ে ওঠা পরিবেশ।
তাজা তাজা মাছ অঢেল অঢেল
অতিথি পাখিও যুবক ঘাসের,
দিঘী কাটা বাড়ি এখানে ওখানে
ফুলে ফুলে ঢেউ চাষার চাষের।
গ্রামীণ খেলায় ভোমর মেলায়
প্রজাপতি উড়ে কাছে বহুদূরে,
ভালোবেসে আমি দিয়ে যাই ম্যানশন,
উপজেলা হলো চিরচেনা সেই
আমার চরফ্যাশন।
নির্জন বায়ু ডাকে কোলাহল
শহুরের ছোঁয়া উন্নত দোয়া,
জড়িয়ে প্রকৃতি দিয়েছে ভক্তি...
যে যাই বলুক হৃদয়ের ছোঁয়া।
- (লেখা মোঃ মুসা)
চরফ্যাশন উপজেলা থানাঃ রয়েছে চারটি
শশীভূষণ, দক্ষিণ আইচা, দুলারহাট, চরফ্যাশন।
এছাড়া ফৌজদারি আদালত ও রয়েছে।
চরফ্যাশন উপজেলায়
বর্তমানে এখানে সরকারী বেসরকারী প্রাথমিক হতে স্নাতক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানঃকলেজ - ৬টি
[একটি সরকারি কলেজ এবং
একটা সরকারি মাধ্যমিক বিদ্যালয়]
মাধ্যমিক স্কুল - ২৬টি
নিম্নমাধ্যমিক স্কুল - ২২টি,মাদ্রাসা - ৭০টি
প্রাথমিক বিদ্যালয় (সরকারি) - ২১২টি
প্রাথমিক বিদ্যালয় (বেসরকারি) - ৭৭টি
এছাড়া কারিগরি শিক্ষাবোর্ড রয়েছে।
চরফ্যাশন টিবি স্কুলের জমিঃ
এখানে ৬০০ একর বিশাল বিল রয়েছে চাষাবাদ করে! ৬৫ কানি বা ১৩০ একর রয়েছে স্কুলের
জমিঃ ভোলা জেলার বিশ্ববিদ্যালয় চরফ্যাশন এখানেই হবে।এখানে সরকারের হর্টিকালচার তৈরি জন্য বাজেট ঘোষণা হয়েছে।
চরফ্যাশন উল্লেখযোগ্য ব্যক্তিঃ
অক্সফোর্ডের ইতিহাসে আনিশা ফারুক প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ও এশিয়া মহাদেশের দ্বিতীয় শিক্ষার্থী যিনি সভাপতি নির্বাচিত হলেন। আনিশার গ্রামের বাড়ি ভোলা জেলার সর্বদক্ষিনে চরফ্যাশন উপজেলায়।
রাজনৈতিক ব্যক্তিত্ব :
মুক্তিযুদ্ধা কমান্ডার কাসেম চরফ্যাশন
জনাব আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব( মাননীয় সাংসদ)
জনাব মিয়া মোঃ নজরুল ইসলাম( উচ্চ শিক্ষা বিস্তারের তিনি প্রথম) প্রাক্তন সাংসদ
স্বাস্থ্যঃ
চরফ্যাশন উপজেলায় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।দক্ষিণ আইচা থানা ও দুলারহাট থানায় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে।এছাড়া সরকারি ২৮টি, বেসরকারী একাধিক ক্লিনিক আছে।
উল্লেখযোগ্য স্থানঃ
তারুয়া সমুদ্র সৈকত
চর কুকরি-মুকরি বন্যপ্রাণ অভয়ারণ্য
জ্যাকব টাওয়ার
খামারবাড়ী রিসোর্ট চরফ্যাশন
ঘূর্ণিঝড় যা ১৯৭০
১৯৭০ সালের অত্যন্ত তীব্র ভোলা ঘূর্ণিঝড় ছিল একটি শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় যা ১৯৭০ সালের ১২ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ-এর) দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড়সমূহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং এটি সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের একটি এ ঝড়ের কারণে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারায়,
ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত মানুষগুলোর প্রতি পাকিস্তান সরকারের এমন নিষ্ঠুরতা দেখে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। ২৪শে নভেম্বর এক সভায় মাওলানা ভাসানী পাকিস্তানের প্রেসিডেন্টের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ তোলেন এবং অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন। তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগ নির্বাচনে বিপুল ভোটে প্রাদেশিকভাবে জয়লাভ করে এবং ঘটনাপ্রবাহে ইতিহাসে প্রথমবারের মতো একটি প্রাকৃতিক ঘটনা একটি দেশে স্বাধীনতা যুদ্ধের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়া মানুষ স্বাধীনতার দিকে সংগ্রামী হয়।
এই ঘূর্ণিঝড়ে আমার বড় ভাই লাশ পাওয়া যায়নি সেই ১৯৭১ গন কবর এখনো নদীর পাশে পাশে রয়েছে।
ঢাকা থেকে সরাসরি যোগাযোগ ব্যবস্থাঃ ঢাকা সদরঘাট থেকে বেতুয়া লঞ্চ চড়ে তারপর ঢাকা থেকে সরাসরি চরফ্যাশন আসা যায়। দূরত্ব ২৫০ কিলোমিটার। যাত্রাসময় প্রায় ৮ ঘণ্টা। বেতুয়া থেকে রিক্সা থেকে চরফ্যাশন বাজারে এসে নানা রকম হোস্টেল আছে তা বুকিং করতে পারেন অথবা খামার বাড়ি রিসোর্ট আছে কুকরি মুকরি যেকোনো স্থানে আপনি বুকিং করবেন। অথবা যদি স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সাথে পরিচিত হতে পারলে ফ্রি রাত্রি জাপনও করতে পারেন।
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৩
এম ডি মুসা বলেছেন:
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৪
এম ডি মুসা বলেছেন: : ঠিক আছে! এই মৌসুমে আসলে অন্য রকম, শীতের পিঠা উৎসব এবং আপনার সরিষা ফুলের ঘ্রাণ নিয়ে মন ভরাতেও পারে।
২| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক শুভ কামনা জানাই
৩| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৩
সোনাগাজী বলেছেন:
আপনি এখন কোথায় থাকেন?
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৪
এম ডি মুসা বলেছেন: ভোলায় অছি!
৪| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৬
সোনাগাজী বলেছেন:
লোক সংখ্যা কত, আয়ের মুল উৎস কি কি?
২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১
এম ডি মুসা বলেছেন: আয়তন ৪৫.৪০ বর্গকিমি (১৭.৫৩ বর্গমাইল) জনসংখ্যা ৮৭২৪৩ জন
এখানকার লোকজনের প্রধান আয়ের উৎস কৃষি ও মৎস্য খাত।
ইলিশ এবং নারিকেল সুপারি, ধান, গম মসুর, সরিষা, তরমুজ চাষ গতবছর শীর্ষ স্থান দখল করেছে।
উল্লেখযোগ্য। এছাড়া
ভোলা শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, ইলিশা ২৯ তম গ্যাস ক্ষেত্র।
সার কারখানা। এছাড়া জম জম ফ্যাক্টরি চরফ্যাশন এখানেই, ময়দা আটা প্যাজজ জাত সহ নানা রকম পণ্য তৈরি করে।
আরো রয়েছে
জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে চর কুকরী-মুকরী, দেউলি, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর (আলীনগর ইউনিয়ন, ভোলা সদর), মনপুরা দ্বীপ, মনপুরা ফিশারিজ লিমিটেড, ঢাল চর, মনপুরা ল্যান্ডিং স্টেশন।
৫| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যার যার এলাকার উন্নয়ন তার তার উপর আবশ্যিক হয়ে দাঁড়ায়।
এর কোন বিকল্প নেই ।
২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৭
এম ডি মুসা বলেছেন: ঠিক বলছেন কিন্তু উন্নায়ন কেন , আমাদের চরফ্যাশন অনেক কিছু হতে পারে, একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ দরকার কারণ মানুষ চিকিৎসার জন্য বরিশাল বা ঢাকায় যেতে যেতে পরীক্ষা নীরিক্ষা করতে যেতে ভোগান্তি আর সঠিক ভাবে যাতায়ত খরচ সংকট নিয়ে চিকিৎসা পায়না
৬| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: ভোলায় বেড়াতে আসবো। আশা করি আপনার সাথে দেখা হবে।
২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৩
এম ডি মুসা বলেছেন: এলাকায় থাকলে ব্যস্ত না থাকলে দেখা হবে
৭| ২৮ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪২
আরোগ্য বলেছেন: কুকরি মুকরিতে একটা ছোট্ট কুটির গড়ার ইচ্ছা আছে।
২৮ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৪
এম ডি মুসা বলেছেন: করেন তাহলে মানুষকে ফ্রি থাকতে দিয়েন যাতে মানুষ গিয়ে এক সপ্তাহ বা এক মাসের দীর্ঘ দিন মনভরে থাকতে পারে!, আমাদের চরফ্যাশন উচিত তাদের ফ্রি থাকার ব্যবস্থা করা তাই একটা আপ্যায়ন করাও হলো
৮| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক সময় পাথরঘাটায় চাকরি করতাম একটি এনজিও তে
ইচ্ছা ছিল আপনাদের অঞ্চল পুরোটা ঘুরে দেখব ।
কিন্তু কিছুই দেখা হয়নি চক্ষু মেলিয়া।
৯| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এলাকায় থাকলে ব্যস্ত না থাকলে দেখা হবে
ওকে।
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৯
নয়ন বড়ুয়া বলেছেন: যাওয়ার খুব ইচ্ছা...