নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত যত্তসব

৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৩


রোদের দেহে চুলকানি শেষ শীতের কাছে নাস্তানাবুদ
খুব জ্বালাতন দুমরে মুচড়ে ফ্যানের বাতাস কাবু করে,
এখন শালায় ভিজে বিড়াল সকাল হলেও পালিয়ে থাকে
তারই বড় আত্নীয় এক আগুন শালায় জ্বালাই ধরে‌।

মাঝেমধ্যে ভেটকানি দেয় সূর্য শালা বহুত খারাপ
উদাম নিত্যে ঝলকে উঠে বেহুদায় এক চৈত্র মাসে,
শীতের কালে ছেছড়ামিটা না করলেও পারতো একটু
মিছিল মিটিং করেও এখন যায়না আনা দিনের পাশে।

অকর্মা এই শৈত্য শীতের কি বলব আর খামখেয়ালি
আজাইরা রাত পিনপিনিয়ে দেহের উপর গাঁথে কাঁটা,
ঝাড়ু দিয়ে মারলে না যায় পোশাক দিয়ে দিচ্ছি বেড়া
অসভ্য এই শীতের কারবার গরিব দুঃখীর চোখের কাঁটা।
-লেখা মোঃমুসা


মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৫

আলমগীর সরকার লিটন বলেছেন: সবাই কে শীতউষ্ণ শুভেচ্ছা জানাই
অনেক শুভ কামনা--------

৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫০

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর । শীত দুঃখীদের জন্য কাঁটাই তো

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

এম ডি মুসা বলেছেন: ছবি আপা, আসলেই!

৩| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৮

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর...

৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৯

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য

৪| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: শীতে আমার অনেক কষ্ট।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

এম ডি মুসা বলেছেন: আমার ও অনেক হচ্ছে!

৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৫

সামিয়া বলেছেন: চমৎকার ছন্দে অপুর্ব কবিতা।
অবিরাম শুভেচ্ছা রইলো।

৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৯

এম ডি মুসা বলেছেন: অনেক ধন্যবাদ আপু

৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

অনেকদিন পর ব্লগে সুস্বাগতম ।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

এম ডি মুসা বলেছেন: মনে রেখেছেন তাই অনেক ভালো লাগলো কবি সেলিম সাহেব

৭| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৮

এম ডি মুসা বলেছেন: শুভ সকাল

৮| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

বিজন রয় বলেছেন: সুর্য শালা বহুত খারাপ!!

কবি শালা লেখে ভালো।

৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৭

এম ডি মুসা বলেছেন: হাহা! ধন্যবাদ।

৯| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৩:২৬

স্প্যানকড বলেছেন: এ যে দেখি সব শালার মেলা... হা হা হা :) এইবারের শীত আসলেই যাচ্ছেতাই একদম বাজে। গরীবদের বুঝি আল্লাহ ছাড়া কেউ নেই। নেতারা আছে কি ? ভালো থাকবেন সব সময় :)

৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৮

এম ডি মুসা বলেছেন: হাহা, মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.