নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান

৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫০


আমরা অনেক গান শুনি কিন্তু গানটি শিল্পীর বলে প্রচার হলেও গীতিকার নাম বেশি মানুষের মুখে থাকে না। আজকে একজন গীতিকার সম্পর্কে জানতে চেষ্টা করবো, হয়তো অনেকেই তাকে চিনতে পারবেন তার সৃষ্টিকর্ম গুলো অজানা হতে পারে।

মোহাম্মদ রফিকউজ্জামান (১১ ফেব্রুয়ারি ১৯৪৩) বাংলাদেশের একজন গীতিকবি ও লেখক। তিনি শতাধিক চলচ্চিত্রের কাহিনী-চিত্রনাট্য-সংলাপ রচয়িতা। তিনি ১৯৮৪ ও ১৯৮৬ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

উল্লেখযোগ্য গান

(১)সেই রেললাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে

(২)বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম

(৩)দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক

(৪)আমার মত এত সুখি নয় তো কারও জীবন

(৫)ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়

(৬)আমার মন পাখিটা যা রে উড়ে যায়

(৭)পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়

(৮)মাঠের সবুজ থেকে সূর্যের লাল

(৯)কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল

(৮)মনটা সবাই দিতে পারে আমি তোমায় প্রাণটা দিতে চাই

(৯)আকাশের সব তারা ঝরে যাবে

(১০)যদি মরনের পরে কেউ প্রশ্ন করে

(১১)আমার বাউল মনের একতারাটা

(১২)দোয়েল পাখি গান শুনিয়ে ঘুম ভাঙ্গায়

(১৩)চির অক্ষয় তুমি বাংলাদেশ

(১৪)স্বাধীনতা তোমার জন্য যে পারে বইতে

(১৫)ওই সূর্য বলেছে আমাকে

ক্ষয়ে ক্ষয়ে গেলেও তবু

(১৬)যেখানে বৃষ্টি কথা বলে

(১৭)আমি নদীর মতন বয়ে বয়ে

(১৮)ভালো লাগে না লাগে না এই।

(১৯)কি জাদু করেছো বলো না ঘরে আর থাকা যে হলো না


প্রকাশিত গ্রন্থ
বাংলা গান : রচনাকৌশল ও শুদ্ধতা
বাংলা শায়েরী
কবিতার ভাসান আমার
দেহখেয়ায় দেবোপাড়ি
হৃদয়ের ধ্বনিগুলি।

তার ভাইকবি, গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান
কবি মোহাম্মদ রফিকউজ্জামান এর
সাম্প্রতিক তার লেখা একটি গান

এমন রাত্রি এ জীবনে আর
আসে কি না-আসে, কে জানে
কুয়াশা খেয়ায় এমন জোছনা
ভাসে কি না-ভাসে, কে জানে ।।

জানি না তো কোন ভাগ্য গুণে এ
প্রহর এসেছে আজ
দু’হাতে জড়িয়ে পরশে পরশে
খোলো না দ্বিধার ভাঁজ ।
এ ভাবে হৃদয় জড়িয়ে আবার
হাসে কি না-হাসে, কে জানে ।।

এসো না দু’জন অন্ধ আবেগে
কেঁদেই ভাসাবো বুক
জীবনে কখনো পাবো কি পাবো না
রোদনে এমন সুখ !
সারা তনু-মন এতো ভালো আর
বাসে কি না-বাসে, কে জানে ।।
[ একটি উর্দূ গজলের সূক্ষ ভাবানুসারে ]
------ মোহাম্মদ রফিকউজ্জামান // ৩০/ ০১/ ২০২৪।

আমার সাথে ব্যক্তিগত ভাবে, ফেসবুক পরিচয় তাকে এক সময় রেডিও তে শুনতাম তিনি একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন চিঠিপত্র এবং গানের আসর! বিকেলে বেলায় শুক্রবার, শনিবার।
তারপর ফেসবুক পরিচয় হয়! আমার বন্ধু লিস্ট যোগ হয়! আমি তার থেকে কবিতা লেখার ভুল
ত্রুটি এবং দিক নির্দেশনা পেয়েছি।ছন্দ শিখতে আমাকে একটা বই সাজেশন করছেন।
আমি কৃতজ্ঞ এমন একজন মানুষ প্রতি অনেক দোয়া এবং (ভালোবাসা)- তার জন্য।

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৬

সোনাগাজী বলেছেন:



উনি কি ভোলার মানুষ?

৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

এম ডি মুসা বলেছেন: ঝিনাইদহ জেলা 

১৮ ই মার্চ, ২০২৪ সকাল ৮:২৯

এম ডি মুসা বলেছেন: তিনি ২০২৪ স্বাধীনতা পুরস্কার পেলেন

২| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১০

নয়ন বড়ুয়া বলেছেন: সবসময় ভালো থাকুক উনি। সাথে আপনিও। শুভ সকাল...

৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮

এম ডি মুসা বলেছেন: শুভ সকাল!

৩| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩০

মায়াস্পর্শ বলেছেন: অনেক মেহনত করে লিখেছেন। ছন্দ শেখার বইটার নাম যদি বকে দিতেন ভাল হতো।উনার জন্য অনবরত শ্রদ্ধা।

৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৬

এম ডি মুসা বলেছেন: আচ্ছা ঠিক আছে, তার লেখা একটি বই আছে! এবং আবিদ আনোয়ার এর একটি বই আছে!
তার লেখা বইটা ছন্দ এবং গানের জন্য... আর কবি আবিদ আনোয়ার বইটি ছন্দ এবং কবিতা জন্য...
১)বাংলা গান রচনা কৌশল রফিকউজ্জামান, ২) ছন্দের সহজ পাঠ - আবিদ আনোয়ার।

৪| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩১

মায়াস্পর্শ বলেছেন: *বলে*
টাইপো ছিলো

৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৬

এম ডি মুসা বলেছেন: কোন সমস্যা নেই! মানুষ মাত্রই ভুল হতে পারে, টাইপিং করে, সেটা অনিচ্ছাকৃত ভুল হয়।

৫| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৭

ডঃ এম এ আলী বলেছেন:




দেশের বরেণ্য এই গুণী গীতিকারের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলী ।
আজ হতে প্রায় ৪৫ বছর পুর্বে তাঁর সাথে দেখা হওয়ার
সৌভাগ্য হয়েছিল । সাথে ছিলেন আরো একজন প্রখ্যাত
প্রয়াত গীতিকার আবদুল হাই আল হাদী। তখন গানের
বিষয়ে তাঁর সাথে অনেক কথাই হয়েছিল । সে সময়
কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন গানের কথা হবে খুবই
সহজ সরল ছন্দময়, যেন তা সহজেই শ্রোতার মর্মমূলে
পৌঁছে যায় । উদাহরণ হিসাবে তিনি সুর করে একটি
গানের প্রথম কটি চরণ উচ্চারণ করেছিলেন যার কথা ও
সুর এখনো আমার মর্মমুলে বিধে আছে। কথাগুলি হল-
নদীর ধারে পথ / পথের ধারে মাঠ/ মাঠের পরে
মাঠ পেরুলেও সবুজ্ ফুরায় না ।


অনেক ধন্যবাদ এই বরেণ্য গীতিকারকে এখানে
উপস্থাপন করে তাঁর বিষয়ে স্মৃতি রোমন্থনের
সুযোগ করে দেয়ার জন্য ।

শুভেচ্ছা রইল

৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৩

এম ডি মুসা বলেছেন: আমি আপনাকে আবার ও গান লেখার তার একটা নিজের পরিচালিত নতুন প্রজন্মের জন্য; তিনি লেখার ভুল ত্রুটি ধরিয়ে দেন! এখানে চাইলে যোগ দিয়ে আবার কথা বলতে পারেন।

১৮ ই মার্চ, ২০২৪ সকাল ৮:২৯

এম ডি মুসা বলেছেন: তিনি ২৪ এর স্বাধীনতা পুরস্কার পেলেন

৬| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ১ নম্বর গানটা তো আমার ওস্তাদ দিদি আমাকে খুউব ভালোভাবে শিখিয়েছিলেন। অনেক গান আমি শুনেছি। এই গুনী গীতিকারের জন্য রইলো শ্রদ্ধা। আপনি অনেক কষ্ট করে পোস্ট করেছেন। অনেক অনেক শুভকামনা রইলো।

৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৯

এম ডি মুসা বলেছেন: এই গানটার পটভূমি নিশ্চয়ই আপনার জানা আছে! গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান এর এক ভাই আসাদ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় , তিনি রেললাইনে চড়ে যুদ্ধ করতে গিয়েছিলেন তার মাকে কথা দিয়েছিলেন! তিনি ফিরে আসবেন যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে। তিনি আর ফিরে আসেন নাই, তিনি বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে। জীবন দিলেন। কবি মুহাম্মদ রফিকুজ্জামানের মা প্রতিদিন সেই রেল লাইনের তার ঘরের দরজা সামনে তিনি বসে থাকতেন আর অপেক্ষা করতেন কখন ছেলে ফিরে আসবে, কিন্তু ছেলে আর ফিরে আসে না- আর প্রেক্ষাপট থেকে কবি রফিকুজ্জামান এই গানটি

৭| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫১

এম ডি মুসা বলেছেন: বাংলা গান রচনা কৌশল মোহাম্মদ রফিকউজ্জামান এর পরিচালনায় এক গান লেখার শুদ্ধ গ্রূপ

৮| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫২

রোকসানা লেইস বলেছেন: যতগানের লাইন দিয়েছেন এক সময় পুরো গান মুখস্ত ছিল সবগুলোর। সারাদিন রেডিওতে ঘুরে ফিরে এইসব গান বাজত।

৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪২

এম ডি মুসা বলেছেন: আমি ও রেডিও শুনে বড় হয়েছি রেডিও ছিল আমার প্রথম সংস্কৃতির প্রথম ,

৯| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: কত দিন গান শুনি না।

৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৪

এম ডি মুসা বলেছেন: নদীর মাঝি বলে এসো নবীন.... মাঠের কবি বলে এসো নবীন দেখেছি দূরে ওই সোনালী দিন... গান শুনিয়ে দিলাম

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩

জাহিদ অনিক বলেছেন: কো-ইন্সিডেন্স কিনা জানি না-- কাল রাতে আপনার এই পোষ্ট টা দেখতেছিলাম যখন তখন আমি ইউটিউবে রুনা লায়লায় - সেই রেল লাইনের ধারে --এই গানটাই শুনছিলাম B:-)

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৮

এম ডি মুসা বলেছেন: এটা একটা করুণ ঘটনাকে কেন্দ্র করে লেখা উপরে মন্তব্য নিশ্চয় দেখছেন

১৮ ই মার্চ, ২০২৪ সকাল ৮:২৮

এম ডি মুসা বলেছেন: তিনি ২০২৪ স্বাধীনতা পুরস্কার পেলেন

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪২

রাজীব নুর বলেছেন: গীতিকারের চেয়ে মানুষ বেশি চিনে গায়ক গায়িকা কে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৯

এম ডি মুসা বলেছেন: তিনি অনেক ভালো মনের মানুষ ,, এর আগে এমন কেউ করে যায়নি,, নতুন প্রজন্মকে তিনি তার যাদু মন্ত্র গান লেখা শিখিয়ে দিতেছেন, যেটা রবীন্দ্রনাথ বার কাজী নজরুল বা জসীম উদ্দিন , কেউ করে যায়নি,, তার একটা দিকে আমার খারাপ লাগছে যেন,, তিনি কেন তার প্রথম কবিতা দিয়ে লেখা শুরু করছেন ,,সেটা কেন কম লেখছেন, বা নতুন প্রজন্ম কবিতায় তাকে ভুলে যাবে ,, যদি তিনি তার লেখা যেন বই খুলে দেখতে পারে তিনি কেন করেন নাই জানি না,, মনিরুজ্জামান সাহেব কবি,তিনি কবিতা গানে দুটোই দখল করছেন,,তার কবিতা ইন্টারে ও অনেক পাঠ্য পুস্তকে অন্তভূক্ত

১২| ১৮ ই মার্চ, ২০২৪ সকাল ৮:৩০

এম ডি মুসা বলেছেন: একটা মেসেজ দিতে চাই মোহাম্মদ রফিকউজ্জামান ২০২৪ স্বাধীনতা পুরস্কার পেলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.