নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

তোমায় বুঝা কঠিন ছিল

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৪




তোমার মুখে জোৎস্না দেখে ভুলে গেছি চাঁদ
নিভিয়ে ফেলছি হাতের চেরাক হঠাৎ সারারাত,
হঠাৎ করে মুখের উপর দিলে প্রাচীর বেড়া
এখন আমায় রাতে কাটে অন্ধকার করাত।

তোমার চোখে ঐ পুকুরে রত্ন হীরা দেখে
ভুলে গেছি সাত সমুদ্র ভোরের শিশির কণা,
তোমার চোখের পুকুর জুড়ে কাঁকড়া চাষে
রত্ন ও নাই হীরাও নাই স্বার্থ বনিবনা।

তোমার চোখে কুমির পালো পাঙাস মাছের
পোনা পালো হীরা রত্নের ঝিনুক তুমি পালো,
মিথ্যে তুমি বলছো কেনে যত ফাউল
প্রকৃতির ওই সরল সহজ মিছে তোমার ভালো।

বর্ষা কালে বৃষ্টির ভেতর ব্যাঙের মুখের
বাইস্যা কালের ঘ্যাঙর ঘ্যাঙর না দেখেছি বলো?
তোমার মুখে বাইস্যা কালের গোটা গোটা আওয়াজ পেয়ে
ব্যাঙের মুখের বাইস্যা কালের শব্দ দ্যাখা হলো।

তোমার মুখের জোৎস্না দেখে ভুলছি সারাদিন
অন্য মুখের সাত সমুদ্র ভুলছি রূপের টেউ,
হয়তো কারো সোনা ঝরা হাসি ঝলক
তাকিয়ে একবার চাইনি দেখে মিছে মনে কেউ।


যায়নি নজর জোৎস্না ঝরা একটি ভোরের পায়ে,
অথচ জোৎস্না মেঘ ঘনিয়ে হারিয়ে গেছো
সামনে পাহাড় রেখে তুমি যায়না দেখা তারে
শূন্য করে ফকির মনে আছি তোমার দায়ে।।
লেখা মোঃ মুসা

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

মায়াস্পর্শ বলেছেন: অসাধারণ হয়েছে ভাই। শুভ কামনা রইলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৮

এম ডি মুসা বলেছেন: কবিতা ভালো লাগছে ঠিকি আমার সে বাঁশ দিয়ে চলে গেছে, আমার জন্য আইক্যা আলা বাঁশ এর শুভেচ্ছা মনে

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার হয়েছে কবি। শুভ সন্ধ্যা।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৯

এম ডি মুসা বলেছেন: শুভ সন্ধা বড়ুয়া ভাই! কিছুক্ষণ টেবিলে সময় দেবো এর পরে আবার ব্লগ পড়তে আসবো সবার

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

রানার ব্লগ বলেছেন:



তোমার চোখে দেখছি আমি জাহান্নামের আলো
নাই কিনারা নাই সিমানা নাই কো তার তলো ।
আমার বুকে অষ্টপ্রহর চালাও ভিষন খঞ্জর,
কুহুক হাসি হাসতে জানো গুড়িয়ে আমার পাজর ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০২

এম ডি মুসা বলেছেন: সেই ভালো লাগছে বাকিটা লেখে ফেলেন

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৩

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: সেই ভালো লাগছে বাকিটা লেখে ফেলেন ।

এইটুতেই অনেক বিষ , এতোটাবিষাক্ত কেউ হয় না ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৫

এম ডি মুসা বলেছেন: আপনি একটু বিষ বেশি দিয়ে ফেলেছেন, জাহান্নামের অবস্থা আমি দেই নাই,, আমি হলে বলতাম তোমার চোখে সাত সমুদ্র দেখে
পরে দেখি ময়লা কয়লা আবর্জনা ভরা , বুঝি সাড়া রাজ্য জুড়ে এখন তোমার মিছিল, এখন দেখি সারা শহর চৈত্র খরা।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন মুসা ভাই।

প্রেমিকার উপর খুবই ক্ষিপ্ত দেখি!!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪২

এম ডি মুসা বলেছেন: কি করবো আর

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২০

জাহিদ অনিক বলেছেন: কিছু মনে করবেন না- সারারাত এর সাথে মিলাতে গিয়েই কি অন্ধকার করাত লিখেছেন?


এই লাইন পড়ার পরে আর সামনে আগাতে ইচ্ছে হয়নি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৪

এম ডি মুসা বলেছেন: কবি কবি ভাব অন্তমিলের অভাব কেউ বলে না ছন্দের অভাব বলা হয়!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৩

এম ডি মুসা বলেছেন: হাবুলুতু মন্তব্য না করাই ভালো। অজ্ঞতা বড় খারাপ জিনিস সবার জন্যই।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৪৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মিথ্যে তুমি বলছো কেনে যত ফাউল

লাইনটা বুঝিনি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৫

এম ডি মুসা বলেছেন: ভাইজান,ফাউল অর্থ নোংরা; পূতিগন্ধ; বিস্বাদ; বিশ্রী; জঘন্য
2) দুষ্ট; কদর্য; গর্হিত; (ভাষা) অশ্লীল; অকথ্য; (আবহাওয়া) দুর্যোগপূর্ণ; ঝোড়ো
3) foulplay (ক) (খেলাধুলায়) নিয়মবিরুদ্ধ খেলা
4) জট পাকানো
5) (পাইপ, নালি, বন্দুকের নল ইত্যাদি) বদ্ধ; বোজা। ফাউল মানে রকম বুঝিয়েছে

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আজ রাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি।
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নিব তারে তুমি মনে রাখোনি।

(গানের লিরিক্স)

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
ভাষা সহজ ও সুন্দর।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: অনেকদিন হয়ে গেলো আমি কোনো কবিতা লিখি না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৭

এম ডি মুসা বলেছেন: লিখে ফেলেন,, তবে আমি বড় কোন কবি না তবে যা লিখি তারও বই আকারে প্রকাশ হয়নি,, কিন্তু আমার ১০০০ উপরে কবিতা আছে যা ছন্দ মাত্রা নিয়ে,, আপনি ও লিখে ফেলেন, যেটা িএত রিচার্চ করেন ছন্দ নিয়ে কিছু করেন তাহলে কাজ হবে ,, রাজীব নুর ভাই।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:২১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ কবি।

মিথ্যে তুমি বলছো কেনে যত ফাউল

এখানে শব্দটা কেনে না-কি কেনো?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৭

এম ডি মুসা বলেছেন: কেনো শব্দটি তখন ব্যবহার হয় যখন, আপনি তার সাথে থাকবেন, কেনে শব্দটি অতীত কালের কথাকে টেনে ধরতে বুঝায়, আমি যতটুকু জানি ,, তবে অন্য ভাবে ভাবে ডিটেলস হতে পারে,, কিন্তুু কেনো ভুল নয়, যখন কাউকে তুই করে বলবেন তখন আপনি কেনো বলবেন না কেনে,,বলবেন আশা করি বুঝতে পারছেন

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ, ব্যাখ্যা করে বুঝানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.