নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বই এবং বইমেলা

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

ঝুড়ি ঝুড়ি বই সমাহার স্টল স্টল ভরা,
নতুন বইয়ের গন্ধে বিভোর বাতাসে ফুরফুরা।
এমন একটি বই খুঁজেছি হবে আমার পড়া,
যদি মুছে মনের খরা দুঃখ গ্লানি ঝরা।’
মৌ মৌ সেই গন্ধ আসে বই মেলারই থেকে,
কেমন করে ঘরে থাকি এমন সুবাস রেখে।


এত বইয়ের উৎসব দেখে হলাম আত্নহারা,
একটি বইয়ের একটি লেখা মনের উপর চড়া।
সেই লেখাতে মন জাগাবে সূর্য উঠবে মনে,
যদি মেলে আত্মবিশ্বাস জীবনের এই ক্ষণে।

কেউ বলেনি পথ চলাটা জীবন যুদ্ধের পাড়ে,
একটি লেখায় কারো জীবন বদলে যেতে পারে।

এত এত বইয়ের মাঝে কোনটা হবে ভালো,
কোনটা আমায় মনের ঘরে দিবে সন্ধ্যার আলো।

খুঁজতে খুঁজতে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি,
ভালো একটি বই যে এমন রত্নের চেয়ে বেশি।
রত্ন ভাণ্ডার যায় কি পাওয়া গুপ্ত ধনের খনি,
বই ভিতরে থাকতে পারে সোনা হীরার মনি।


কত জীবন বদলে গেছে একটি লেখা পড়ে,
এমন একটি বই দেন আমায় একটু কষ্ট করে।
প্রকাশনা দিল আমায় এমন একটি বই,
পড়তে গিয়ে পালাই পালাই বইটি রেখে তই।

বইয়ের মাঝে খুঁজছি শুধু রত্নে সোনার খানা,
রত্ন হীরা কিছু তো নাই বক বকানি টানা,
লেখা নাকি ভুড়ি ভুঁড়ি হাগু আর পায়খানা।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:



শেখ সাহবের উপর কয়টা বই বের হচ্ছে এবার?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৬

এম ডি মুসা বলেছেন: আমি বর্তমান সরকার, কে যদি ভালো করে সাপোর্ট করি খারাপ করলেও সমালোচনা করি কিন্তুু আমার কোন লাভ স্বার্থক নাই,, কিন্তুু এদেশে যখন অন্য কোন দল ছিলনা িএকমাত্র , শেরে বাংলার কৃষক শ্রমিক পার্টি আওয়ামিলীগ ছিল, কিন্তুু আমার কথা হচ্ছে, বঙ্গবন্ধর কে একদল বিপক্ষ দল বদনাম ছড়ায়, একাত্তরের শাহজান সিরাজ , আবদুর রব, থেকে ১৯৪৭ থেকে ৭১ সংগ্রামী কোন নেতার বিপক্ষে, কথা বলার আগে নিজের সত্যতা আর মতলব বুঝা উচিত, সে কি স্বাধীনতার বিশ্বাস করে কিনা,, আমার কথা ক্লিয়ার আমি মুক্তিযু্দ্ধ দেখিনি আমি দেশ িএবং মুক্তিযুদ্ধকে সাপোর্ট করি,,

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৩

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার কবি...

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:০৬

এম ডি মুসা বলেছেন: শুভ সকাল

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


ছবিটার সবগুলোই তো মেয়ে, এমন কেন?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:০৭

এম ডি মুসা বলেছেন: ছবি মিস্টার গুগল থেকে নিয়েছি

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৫২

রোকসানা লেইস বলেছেন: ছড়া ভালো লাগল।
ভালো বই যা নিজের পছন্দের তা খুঁজে পাওয়া আসলে রত্নের মতনই

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:০৮

এম ডি মুসা বলেছেন: আসলেই

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:১৩

মোঃ রোকনুজ্জামান খান বলেছেন: ভালো লেগেছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:০৮

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ জনাব মন্তব্য করার জন্য

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩০

এম ডি মুসা বলেছেন: আমি এখানো কবিতার বই ছাপাই নাই, ছাপালে আশা করি আরো ঘষা মাঝা দিয়ে ভালো লেখা দিয়ে ছাপাবো আমি কবিতা লিখি ১৩ বছর বই ছাপানো হয়নি, কবিতার ধারা ঠিক করতে চেষ্টা করছি, তবে আমি একটা প্রথমে দেশের কবিতা নিয়ে কবিতার বই বের করতে চাই, নাকি প্রেমের কবিতা নাকি বাস্তব সমাজ প্রতিবাদি কবিতা কোনটা ভালো হবে সবার আগে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.