নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
দূষিত বাতাস চারদিকে নেই বঙ্গ দুয়ারে
করে না বেদিশা নেই উশখুশ,
দূষিত বিবেকে গন্ধ ছড়ানো থেকে বমিভাব
দম চেপে করে স্বস্তি বেহুঁশ।
মস্তক পচা ধ্বংসাত্মকে যে গালিগালাজ
বের হয় মুখ ছুঁয়ে,
বিব্রত হয়ে থরথরে কাঁপি শীত হীন তনু
কাত হয়ে পরি নুয়ে।
বিবেক পচার রঙের চাইতে কুকুরের হাগু
বেশ সুন্দর নয়তো কাকের বিষ্ঠা,
ময়লা স্তূপ ঘাটতে ঘাটতে রত্ন মেলায়
বিবেক ঘাটলে পাই বিষাক্ত নিষ্ঠা।
ভুগে পরিবেশ ভুগছে সমাজ সূর্য ওঠার
সাধ নেই কোথা ব্যর্থ করিয়ে রাখে,
নিজের স্বার্থে লোভনীয় জিভ টসটসে রস
সমাজ আস্থা ঘুণ পোকা দিয়ে আগলিয়ে থাকে।
মুখের করাতে ঘুণপোকা হয়ে কাটছে হৃদয়,
অপরাধ গুলো শোভিত আকারে উদ্যানে উঠে,
কবিতার কিছু অংশ ছন্দ মাত্রা বিশ্লেষণ করেছি.....
পুরো লেখাটা ৬ মাত্রার , মাত্রাবৃত্ত ছন্দ।
দূষিত বাতাস/ চারদিকে নেই/ বঙ্গ দুয়ারে
করে না বেদিশা/ নেই উশখুশ/
দূষিত বিবেকে/ গন্ধ ছড়ানো/ থেকে বমিভাব /
দম চেপে করে /স্বস্তি বেহুঁশ।/
মস্তক পচা /ধ্বংসাত্মকে/ যে গালিগালাজ/
বের হয় মুখ /ছুঁয়ে,
বিব্রত হয়ে/ থরথরে কাঁপি/ শীত হীন তনু/
কাত হয়ে পরি/ নুয়ে।
সত্য তলায় /খোঁজ হীন কোনো /বনের গভীরে/
স্বস্তির কাছে /স্বস্তি খুনের /এক ক্যানসার/
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২০
এম ডি মুসা বলেছেন: চারদিকে শুধু ঘটে হানাহানি আর ঠ্যালাঠেলি,
নেই সম্প্রতি নেই বন্ধন লাভের জিহ্বা লালসার কাছে
মানুষ এখন পশুর মতন..
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সমাজ সংস্কারমূলক চমৎকার একটি কবিতা। কবিকে ধন্যবাদ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৬
এম ডি মুসা বলেছেন: শ্রদ্ধেয় আপা আমার ধন্যবাদ।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৩
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: লোভ, লালসা, হিংসা, বাসনা, ক্ষমতার জোরাজুরিতে আমরা অন্ধ, নষ্ট, বিষাক্ত হয়ে যাচ্ছি। একটু শান্তির প্রশ্বাস বড্ড প্রয়োজন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৯
এম ডি মুসা বলেছেন: যথার্থ বলেছেন।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৮
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার হয়েছে কবি...
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৯
এম ডি মুসা বলেছেন: পাঠ করার জন্য অনেক ধন্যবাদ
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০০
এম ডি মুসা বলেছেন: পাঠ করার জন্য ধন্যবাদ
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
মেঘবৃষ্টির গল্প বলেছেন: মাত্রাবৃত্ত ছন্দ। শুদ্ধ কবিতা লেখার প্রচেষ্টাকে জানাই সাধুবাদ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
এম ডি মুসা বলেছেন: কবিতার মান ছোট হতে পারে তবে আমার সকল কবিতা শুদ্ধ এক ১৮ সালে থেকে আর ছন্দ বিহীন কোন কবিতা লেখা হয়নি
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার দ্রোহের গন্ধ কবি