নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

দেখার ইচ্ছা

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১২


অনেক সাধ আমার এই দুয়ার দেখার
প্রকৃষ্ট স্বস্তির স্থানে বুক ভর্তি ঠাঁই,
দুর্নীতি মুক্ত প্রবাহে সবুজে সকাল আনে
জাতি, জ্ঞাতি ধর্ম বর্ণে ভেদাভেদ নাই।

অনেক সাধ আমার এই দুয়ার দেখার
হিংসা ঠকা নেই আছে প্রেমে জলোচ্ছাস,
অমলিন ফুরফুরে বহমান জনস্রোত
অহংকারে মাথা নুয়ে মনের আকাশ।

দেখতে চাই বাংলার সবুজ শ্যামা থাকুক
বাগানে পাখির সুরে পুষ্পের আসন্ন,
নবান্নে মাঠ থাকুক শিশিরে ফসল ভেজা
পালিয়ে গিয়েছে দুঃখ নেই যে বিষণ্ণ।

অনেক সাধ আমার এই দুয়ার দেখার
সমৃদ্ধ বন্ধন প্রীতি করে যায় উচ্চহাসি,
অর্থনীতি শীর্ষ স্থান মানবের উন্নায়ন
দেখতে চাই বিশ্বতে শ্লাঘা হয়ে ভাসি।

দেখতে চাই খেলায় শীর্ষের প্রথম স্থান
প্রতিটি সেক্টরে শীর্ষে দেখবার চায়,
মুক্তিযুদ্ধের চেতনা সর্ব বুকে বড় টান
সবার সুখ উচ্ছাসে বলি বাংলা জয়।
৮+৮+৮+৬্=৩০ মাত্রায়

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমি ছন্দের ব্যাপারে প্রচুর সচেতন। কবিতা পড়ে আরাম পাই।


দুর্নীতি আর জ্ঞাত বানানটা ঠিক করে নিবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২২

এম ডি মুসা বলেছেন: অনেক পরিবর্তন আনছি! আমার ওই সময় ঘষামাজা করা হয়নি ভুল হয়েছে বানান।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমি ছন্দের ব্যাপারে প্রচুর সচেতন। কবিতা পড়ে আরাম পাই।


দুর্নীতি আর জ্ঞাতি বানানটা ঠিক করে নিবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৮

এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন, ঠিক করেছি। ছন্দের হাতেখড়ি, ছন্দ আইন মেনে শব্দ বসাতে আমার কাছে এটা সহজ আমি, এর উপযুক্ত শব্দ অভিধান থেকে মাপকাঠি দিয়ে বসিয়ে দেই। কবিতার মাত্রা লাইন ছন্দ পড়তে সুবিধা করে, কথার অলংকার থাকা
ভাল লাগে পড়তে

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৭

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর হয়েছে মুসা ভাই...

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২০

এম ডি মুসা বলেছেন: একটু পরিবর্তন করছি আপনি আপনি মন্তব্য করার এই মধ্যে

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৩

নয়ন বড়ুয়া বলেছেন: আপনার এই স্টাইলটা ভালো লাগলো...
এই ধারা নিয়মিত হোক...
আবারও পড়লাম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৭

এম ডি মুসা বলেছেন: আচ্ছা ভাই।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৯

ডঃ এম এ আলী বলেছেন:



কামনা করি যেমনটি দেখতে চান ঠিক
তেমনটি্‌ই যেন দেখেন । সকলেই
তেমনি দেখুক । ভাল কাজে অসম্ভব
বলে কিছু নেই ।

শুভেচ্ছা রইল

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৯

এম ডি মুসা বলেছেন: মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:১০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দুঃখিত বলতে চেয়েছিলাম - আপনি ছন্দের ব্যাপারে প্রচুর সচেতন। কবিতা পড়ে আরাম পাই।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৮

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ নুর সাহেব।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৪

সামরিন হক বলেছেন: পূর্ণ হোক সব অপূর্ণতা ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০১

এম ডি মুসা বলেছেন: শূন্যতার ভিতরে এই যদি কিছু পাওয়ার নেই! তবুও যদিও মেলে যদিও মেলে
ঘুম থেকে দেখি চোখ খুলে ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.